Jaldhitorongomala
লেখক : মনোজ মাজি
পৃষ্ঠা : 64
‘প্রবাহিত আমি আসলে সাঁতার জানি না।’ জলধিতরঙ্গমালা-য় এমনই জানিয়েছেন মনোজ মাজি। জল, জলের নিরন্তর বয়ে যাওয়ার সামনে কখনো প্রার্থনার ভঙ্গিমায়, কখনো অভিমান-অনুযোগের বিনম্র ভাষায় মনোজ নিজেকে মেলে ধরেছেন। ‘আহা ক্লান্তিময়, চোরা অভিমান পড়ে থাকে। বুকের বাঁদিকে, সারারাত / আমরা জ্বলেছি হৃদয় উজাড় করে, তলানিতে/ আবার আবার আবার জুলব, কবে? মনোজ মাজি কবিতা লিখছেন অনেকদিন। তাঁর পূর্ববর্তী কাব্যগ্রন্থের কবিতাগুলি থেকে অনেকটাই আলাদা রকম উচ্চারণ ‘জলধিতরঙ্গমালা’-য়। অস্থিরতার দিনগুলি থেকে ক্রমশ নিজেকে গুটিয়ে স্থিতধী হতে চাইছেন মনোজ। জলের ভাষা লিখতে গিয়ে কখনো কখনো অন্তর্গত ভাষায় বিষাদের দোল দিয়ে যান তিনি, যে দোল পাঠককে অনায়াসে একাত্ম করে নেয় কবির সঙ্গে। ‘অযুত নিযুত ‘দিনগুলি মোর’ জেগে ওঠে ফের তলে তলে...’। হঠাৎ চমকে দেবার মতো বেশ কিছু লাইন ও পংক্তি এই কাব্যগ্রন্থের অন্যতম সম্পদ হিসাবে বিবেচিত হবে। কখনো কখনো আপাত গম্ভীর শব্দের সঙ্গে অত্যন্ত দক্ষতায় ইংরেজি ও আড্ডা-চলতি ভাষার সংমিশ্রণ ঘটিয়েছেন মনোজ। বলাবাহুল্য এই মিশ্রণ কবিতার স্বাস্থের পক্ষে বিপজ্জনক হয়ে ওঠেনি কখনও। ‘ওয়েল কাম টু অন্ধকার পাশাপাশি ভিটেমাটি / ওয়েল কাম হে দিনানুদিন চলে আসুন / বাতাস ভরা দুপুরে একা অহো, আচ্ছন্ন বিষাদ’।
আকার (cm): 14.3 (l) X 21.7 (b) X 1.3 (h)