Chirohorit Gacher Matha Theke
লেখক : দেবাশিস বন্দ্যোপাধ্যায়
পৃষ্ঠা : 64
কবিতা আসলে কী এবং তা সম্পূর্ণ বুঝতে পেরেছে এ কথা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না। তবে দেবাশিসের কবিতা পাঠ করে মনে হয়, কবিতা হয় প্রেয়সী নয়তো এক ভয়ংকর শত্রুতা। সখ্য আর শত্রুতা এক বর্ণাঢ্য আসরে বসে আছে। পানপাত্র হাতে নিয়ে। আর দেবাশিস যেন সেই চিরপিপাসিত শাকি, যার হাতে অমৃত-বিষের পাত্রে। দেবাশিসের দুটি প্রকাশিত কাব্যগ্রন্থ ইতিমধ্যেই জনপ্রিয়। তার এই তৃতীয় কাব্যগ্রন্থটি ঠিক কবিতার নয়, অর্থাৎ কবি হয়ে ওঠার কোনো প্রচেষ্টা নেই এর মধ্যে। বরং একটি অতিসাধারণ মানুষের মনের উৎসারিত কিছু কথা কবিতা হয়ে প্রকাশ পেয়েছে। সে কথায় আছে প্রেম, আছে সমাজচেতনা অথবা কখনও একেবারেই ব্যক্তিগত কোনো অনুভূতির স্ফুরণ। তবুও কবির হাত থেকে শেষপর্যন্ত কবিতারই জন্ম হয়, হয়েছেও তাই। এ কাব্যগ্রন্থে ‘সময়’এসেছে শ্বাপদ নিশাচরের মতো, ‘মানুষ’ এসেছে হত্যাকারী অথবা মসিহা হয়ে আর ‘প্রকৃতি’ এসেছে আপন গরিমায়। এই কাব্যগ্রন্থ দেবাশিসের এক মহা উত্তরণ, তাই অবশ্যই সংগ্রহযোগ্য।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.2 (h)