Chinuk Nadir Dhare
লেখক : শ্রেয়া চক্রবর্তী
পৃষ্ঠা : 64
‘শরীর আমার নয় / যে কেবল ফুলের দিকে টানে’ এক অদ্ভুত নশ্বরতায় আক্রান্ত এই কবি, যা তাঁকে দ্রব করে রাখে প্রেমে। সেই প্রেম শাখা মেলে তাঁর কবিতায়, ফুল হয়ে ফোটে সুকোমল পঙক্তিমালায়। তিনি ছুঁয়ে দেখেন এক-একটি শব্দকে আর অদ্ভুত প্রশান্তিতে স্নাত হয়ে বলেন ‘এমন কোনো প্রশ্ন নেই আমার / যা কিনা তাড়িত করে/ সমারোহের দিকে / যূথবদ্ধ হরিণীর দলে / আমি স্পষ্ট দেখি অরণ্যনির্মাণ’। কবির লেখনীতে অরণ্যনির্মাণ মূর্ত হয়ে ওঠে, সেই অরণ্য যেন অপেক্ষায় স্থির কোনো আগন্তুকের, ‘আমার শীতল লেগে নদীটি কাঁপছে / অরণ্য মুড়ে আছে অন্ধকার ঘুমে / আমায় একটু হিম দেবে কি পৃথিবী ?/ আমিও শরীর দেব, শস্য দেব ভরে’। অথবা নদীর গোপনে বসে আপন মনে বলে ওঠেন, এখন বন্দরে বন্দরে সমাগত সন্ন্যাসী জাহাজ। নোঙর দিয়েছে সাদা হিমশৈল স্তনে / সেখানে মুখটি দিয়ে পড়ে থাক আমার ভেতর / আমি যাব না আর তোমার স্টেশনে’।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1 (h)