Gaan Jongshon
লেখক : সুবীর সরকার
পৃষ্ঠা: 64
সুবীর সরকার তাঁর কবিতায় পাঠককে এক অপার স্বাধীনতা দেন। তিনি তাঁর কবিতা যেখানে শেষ করেন, তা যেন ‘শেষ হয়ে হইল না শেষ’। ফলে সুবীরের কবিতাপাঠের পর পাঠক তাঁর নিজের অনুভূতির দরজা কপাটমুক্ত করে বুনে নিতে পারেন আত্মকল্পনা। প্রায় তিনদশক ধরে সুবীর নিরলস লিখে চলেছেন। বারবার বদলেছেন দিশা। কিন্তু বেপথু হননি, বরং খুঁজে নিয়েছেন নিজেরই অনাবিষ্কৃত নতুন কবিতা পথ। এখানেই তিনি স্বতন্ত্র। তাঁর এই স্বাতন্ত্র্যতা শুধু কবিতার বিষয়ভূমিতে নাম-না-জানা ফুল ছড়ানো নয়; বাক্রীতি, আঙ্গিকেরও দিক বদল। বাইশ বছর বাদে ‘তোমার’ সঙ্গে দেখা না করে তিনি অনায়াস নিস্পৃহতায় চলে যেতে পারেন ঘাসবনের দিকে। এই নিস্পৃহ, নির্লিপ্ত অথচ অনুভবী পদচারণা পাঠককেও নিয়ে যায় এক অন্য অন্তর্লোকে। ‘গানজংশন’ শুধু কবিতাসমাহার নয়, কবির মেধাবী অহংকারও।
আকার (cm) : 22 (l) X 14 (b) X 1.3 (h)