Comrade
সম্পাদনা : বীজেশ সাহা
পৃষ্ঠা : ২৪০
মানুষটার নাম শুনলে আপামর জনগণের একটি শব্দই মাথায় আসে। সৎ! পাট করা শুভ্র ধুতি-পাঞ্জাবি ছিল তাঁর অনাড়ম্বর জীবনের স্টাইল স্টেটমেন্ট। কমিউনিস্ট বুদ্ধদেব শুধুমাত্র রাজনীতির আঙিনার ক্যারিশমাটিক নায়ক নন, তিনি ছিলেন আদ্যোপান্ত ভদ্র, সংস্কৃতিমনস্ক মানুষ। বাঙালির সাংস্কৃতিক অভিযাত্রায় ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন তিনি। তিনি লিখেছিলেন, ‘প্রাচীনেরা ভালবাসতেন প্রাকৃতিক সৌন্দর্যের গান/ বরফ ও ফুল, চাঁদ ও হাওয়া, কুয়াশা, পাহাড় আর নদী/ এখন কবিতায় লোহা আর ইস্পাতও আসুক/ কবিদেরও শিখতে হবে আক্রমণের নেতৃত্ব দিতে।’ যুবসমাজ, এযুগের বাঙালির ‘ভালো মানুষ’ পর্বের ছত্রে ছত্রে ছড়িয়ে দিয়েছেন ভিন্ন ব্যক্তিত্ব! ক্ষমতায় থাকার সময়ে যে বুদ্ধদেব সমালোচনায় বিদ্ধ হতেন বারবার। সেই তিনিই হয়ে উঠেছেন বাংলার বর্তমান মসীহা! নেটাগরিকদের একাংশের কাছে সবচেয়ে স্বচ্ছ ভাবমূর্তি বহুল মুখ্যমন্ত্রীও! একমাথা সাদা চুল, ধবধবে সাদা ধুতি, ফতুয়ার কালো দাগহীন বিরাজে সেই বুদ্ধই যেন হয়ে উঠেছেন পূর্ণিমার বঙ্গ-চাঁদ! তাঁর না থাকায় একাধিক অভাব খুঁজে পেয়েছেন জনতা। তাঁর সম্পর্কে রচিত ইতিহাসের প্রথম পৃষ্ঠার সূচনাটি সম্ভবত হবে এই রকম- হি ওয়াজ আ রাইট ম্যান ইন রং টাইম। খুব কাছাকাছি রকমের তরজমায় এর অর্থ, যোগ্য মানুষ কিন্তু তাঁর কাজের সময়, পরিধি এবং ধারাটি ছিল ভ্রান্ত। তিনি ছিলেন শিল্পায়নের এক মুখ্য প্রবক্তা।
আকার : 23 (h) x 17.5 (w) x 2.5 (d)