Kokhono Jodi Kanna Pay
লেখক : বিনায়ক বন্দ্যোপাধ্যায়
পৃষ্ঠা : 64
বাংলা কবিতার যারা পাঠক, বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কবিতার সঙ্গে তাদের পরিচয় নতুন নয়। তরুণ এই কবি খুব অল্প সময়ের মধ্যেই নিজের ভাষা, নিজস্ব ভাবনায় পাঠককে সন্ধান দিয়েছেন এক অন্য জগতের, যে জগতের কথা বিনায়কের মতো করে আগে কেউ বলেননি। স্বাতন্ত্র্য এই অভিজ্ঞান বিনায়কের শব্দচয়ন থেকে ছন্দ ব্যবহার সর্বত্রই। আর তাই তাঁর কবিতা অন্য সবার থেকে আলাদা। সেই স্বাতন্ত্র্য তার সবটুকু রং-রূপ- ঐশ্বর্য নিয়ে উপস্থিত, বিনায়কের নতুনতম কাব্যগ্রন্থ, কখনও যদি কান্না পায়’তেও | আবেগের উচ্ছলতার সঙ্গে এখানে মিশেছে অভিজ্ঞতার বেদনা, আগমনির সোনা রোদ ঝিকমিকিয়ে উঠেছে বিসর্জনের রং-চাপা জলে। আর সেই যুগলবন্দি আমাদের চোখের সামনে খুলে দিয়েছে এক অদেখা দিগন্ত, যেখানে, ‘পৃথিবী লুকিয়ে থাকবে ঘুমে / তুমি থাকবে কেবল আমারই/ যতক্ষণ না জিভে জিভ দিয়ে / কথাকে কবিতা করতে পারি। সাম্প্রতিক বাংলা কবিতার ধারায় উল্লেখযোগ্য সংযোজন এই বইটির প্রতিটি পঙক্তিই কথা’র 'কবিতা' হয়ে ওঠার জার্নি।
আকার (cm) : 14.5 (l) X 21.7 (b) X 1.2 (h)