Ekla Moner Karagare
লেখক- রবীন চক্রবর্তী
পৃষ্ঠা- 79
যারা এসেছিল, যারা থেকে গেছে, বা চলে গেছে, বিভিন্ন ছায়া হয়ে ঘোরে তারা মনের ঘরে ঘরে। কখনও জানালা খোলে, কখনও দরোজা। মানুষের স্মৃতি পড়ে থাকে আলো-অন্ধকারে। একাকী কবি সমগ্রের বোধ নিয়ে জেগে থাকেন, একলা মন তাঁর একার কারাগার। বন্দি কবি দ্যাখেন তাঁর জীবনের, তাঁর অভিজ্ঞতার পরতে পরতে জড়িয়ে থাকা বিভিন্ন মানুষকে; চাপরাশি রাম সিং দুরিয়া, সত্যেন গুহ, শ্যামাপদ পাল, অম্বর চৌধুরী বা শ্যামবাজারের মোড়ে দেখ অখ্যাত ছেলেটি; আবার মান্না দে, উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, লতা মঙ্গেশকরের মতো কিংবদন্তিরাও। সকলেই তাঁর কলমের সূচিমুখে ধরা পড়েছেন। মানুষেরই জয়গান গেয়েছেন তিনি। বলেছেন— ‘মানুষ কিন্তু ঠিকই জানে মানুষ বাঁচার মন্ত্র, রাজার খেলা হারিয়ে যাবে জিতবে মানবতন্ত্র।' মানুষেরই রাজ্যপাট বিছানো তাঁর মনে, চেতনায়, তাঁর শব্দে-শব্দে, ছন্দবন্ধে।