Ai, Hat Dharbi Na
লেখক : সৌম্যেন্দু হালদার
পৃষ্ঠা : 96
এই কবির কবিতারচনার ভঙ্গিটি ভারি অদ্ভুত। কবিতার শুরুতে মনে হয়, যেন এটা ঠিক শুরু নয়। আগে আরও কিছু কথা ছিল। আবার শেষ হয়ে গেলেও মনে হয়, কবি যেন আরও কিছু বলবেন। গদ্যভাষায় লেখা কবিতাগুলি যেন বেঁচে থাকার সব মুহূর্তগুলোকেই ধরতে চাইছে, কোনোকিছুই যেন বাদ না যায়। ‘আমি ঈশ্বর দেখি না তোমাকে দেখি’-এমনই সুতীব্র আবেগ এই কবির। উদাহরণ তো আর একটা-দুটো নয়, অনেক, অসংখ্য। যেমন ‘জানতাম তোমাকে কিছুতেই রাজি করাতে পারব না। / কিন্তু আবার বলছি তুমি এক্ষুনি ফিরিয়ে নাও এই ‘না’। / বাংলা বর্ণমালার সব বর্ণগুলোকে একসঙ্গে করলেও এত ওজন হবে না / এভাবে ও চেপে বসেছে আমার মাথার ওপর / তুমি শুধু একবার হ্যাঁ বললেই হবে।’ কাব্যগ্রন্থের একেবারে শেষে এসে কবি যেন নিজেকে আর স্থির রাখতে পারছেন না তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারছি না।/ এবার কিছু একটা করো।’ কবির এই আবেগ- অস্থিরতা- প্রেমোন্মত্ত অবস্থা পাঠকের মন ছুঁয়ে যায়।
আকার (cm) : 14.3 (l) X 22 (b) X 1.3 (h)