Ei Bibarna Sabder Prasade
লেখক : সৌগত চট্টোপাধ্যায়
পৃষ্ঠা : 112
শব্দদের চরিত্র ভারী অদ্ভুত। কখনও তারা ভিড় তৈরি করে, কখনও একলা পাড়ি দেয় অন্তরের গহিনে। কখনও সেই শব্দের মায়াজাল বুনে তৈরি হয় শব্দের বহুস্বর। আর জন্ম নেয় কবিতারা। পঙক্তি মেপে নিজের নিজের জায়গায় বসে। অথবা নিতান্তই আলগোছে পড়ে থাকে কবিতার শরীর জুড়ে। কবি সৌগত চট্টোপাধ্যায় সদ্য পার করছেন শোকের দুনিয়া। সেখানে নেই সান্ত্বনার আশ্বাস। অথচ আছে নিরন্তর নিজেকে খুঁজে নেওয়ার প্রচেষ্টা। কবি তাই নিজেকে খুঁজতে গিয়ে বারবার ফিরে যান সেই সব স্মৃতির কাছে, যেখানে কোপাই নদীর ধারে ফেলে এসেছেন এক টুকরো শৈশবকে। কোথাও জমা আছে তারুণ্যের ক্ষোভ, কোথাও আবার প্রকাশ্যে হুড়মুড়িয়ে বেরিয়ে আসতে চায় সারা জীবনের বেদনা, অপমান, ক্লান্তি আর নিরবচ্ছিন্ন একাকিত্ব। সৌগত এই সবের মাঝে দেখেন জীবনের যাওয়া আর আসা। তাঁর কলম দিয়ে ঝরে বিষাদ, কখনও বা একঘেয়েমি ভরা জীবনকথা। ‘বেলা বয়ে যায়, এ আঁধার বুঝি / অন্তহীন / ফুরোয় না তবু বিষাক্ত বেলা ব্যথার / দিন / ফুরোতে চায় না হাড় পাঁজরের এই / পরিহাস / বয়ে যায় বেলা বয়ে চলে ঋতু বারোটি / মাস।’
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.3 (h)