Aaloy Chhayay Chhatraake
লেখক : শশাঙ্কশেখর হাইত
পৃষ্ঠা : 64
কবিতা কি শুধুই অন্তর্গত সত্তার সঙ্গে কথা বলা? নাকি অন্তর্জগৎ ও বহির্জগতের সঙ্গে ভাবনার আদানপ্রদানেই জন্ম হয় কবিতা নামক শিল্পের? বস্তুত এই দুটি দিকের সার্থক সমাহার ঘটানোই কবিকৃতির কাজ। শশাঙ্কশেখর হাইতের কবিতায় তাই যেমন দেখা যায় প্রকৃতির সঙ্গে, মানুষের সঙ্গে নিভৃত কথালাপ, তেমনই ফুটে ওঠে দেশ, কাল, সময় নিয়ে তার বলিষ্ঠ প্রতিবেদন। অনুভূতির গাঢ় সংবেদনের সঙ্গে তাঁর কবিতায় যুক্ত হয়েছে এক প্রত্যয়ী সমাজভাষ্য। তাই লেখেন, ‘হে আকাশ, আকাঙিক্ষত বৃষ্টিদানে অকৃপণ হও...’ লেখেন, বারুদের কটুগন্ধের’ ভেতর থেকে জেগে ওঠা প্রতিবেশী দেশের উত্থানের কথা। যা তার স্মৃতিতে অটুট। তাঁর কবিতার মূল অভিমুখ পল্লবিত জীবনের স্বপ্ন দেখা। কারণ শেষপর্যন্ত তিনিই বলে উঠতে পারেন ‘দুঃখ, তুই দূর হয়ে যা...’
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1 (h)