Aayata Aandhar Adul Alo
লেখক : বন্ধন পাল
পৃষ্ঠা :
বিস্তীর্ণ অন্ধকার ও নিরাবরণ উদ্ভাসিত আলোর বৈপরীত্যের মধ্যে জীবনের বিভিন্ন সময়ের গভীর উপলব্ধিময় মুহূর্তদের লেখনীতে মূর্ত করে তুলেছেন কবি। সুড়ঙ্গের অন্ধকার পেরিয়ে’, ‘কবির কবিতা, ‘প্রত্যাশার আলো’-তে যথার্থই উত্তীর্ণ হওয়ার পথে পাঠককে ‘বিনিদ্র রাতে’ চিনিয়ে দেন ‘সম্পর্কের মায়াবী আলো’। এক আশ্চর্য মায়া ও অমোঘ বাস্তবের মধ্যে তাঁর সাবলীল যাতায়াত অনেক অভাবনীয় প্রশ্ন উত্থাপন করে। শাশ্বত উপলব্ধি প্রকৃতির নানান উপমায় যেমন ফুটিয়ে তোলেন, তেমনই সামাজিক পটভূমিকায় আঁকা ‘রেলপথ’-এর ছবি দিয়ে জীবনের অনিশ্চয়তার এগিয়ে আসাকে নতুন আঙ্গিকে সতর্ক করে দেন। ধর্ম-অধর্ম ছাপিয়ে মানবিকতার উত্থানের আশা, অতীত-বর্তমান-ভবিষ্যতের প্রগাঢ় বাস্তব ও রহস্যময়তায় ঋদ্ধ তাঁর রচনা। বৈচিত্র্যময় উপলব্ধিমালায় পাঠককে বরণ করে তিনি নিয়ে যান অনন্য এক কাব্যিক জগতে।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1 (h)