আদরের মরাগাঙ

  • Sale
  • Regular price Rs. 70.00
Shipping calculated at checkout.


লেখক : সৌরভ মিত্র

পৃষ্ঠা : 64

ছোটো ছোটো কবিতা লেখেন এই কবি, বলেন ‘আমার গদ্য অন্য ভাষায় লেখা। কীরকম সে পদ্য? 'আগুন কিছু বেঁধেছে বাসা বুকে,/ দেখা দিচ্ছে অস্থি-মজ্জা যত,/ যখনই ভেবেছি উধর্বশ্বাসে ছুটি/ পিছু ফিরে দেখি পিছুটান একশত!’ ছোটো ছোটো কবিতাগুলি বারবার পড়লেও যেন পড়া শেষ হয় না, মনের ভিতরে গুনগুন করে চলে সারাক্ষণ। আর এখানেই হয়তো ছোটো কবিতার সার্থকতা। কবি বলেন ‘বেহায়া প্রলাপ সারাসংক্ষেপে শেষ,/ যা ছিল শব্দ, ধাতু-প্রত্যয়ে ভাঙ,/ হাতে দেশলাই, জ্বালবি কোথায় বল?/ মাথে অভিশাপ আদরের মরাগাঙ।।’ আর আমরা বুঝে নিই, ছোটো কবিতা ঠিক ছোটো নয়। কবি তা সুখ-দুঃখ, ব্যর্থতা, যন্ত্রণার সব কথা ছন্দে-মিলে প্রকাশ করতে চান, আর তাই বহুপঙ্ক্তি আমাদের মনে থেকে যায় ‘জানলা খুলে দাঁড়াই যদি, বয়স বেড়ে যায়/ আধময়লা জামার গায়ে রৌদ্র বোলায় হাত/ দু'হাত দিয়ে আঁকড়ে ধরি সাধের যখের ধন-/ রংচটা এক ঘড়ির কাঁটায়, ঘুমিয়ে পড়ে রাত।।’ এক বিখ্যাত কবি কবিতা সম্পর্কে বলেছিলেন ‘মেমোরেবল স্পিচ’, কেন বলেছিলেন তা হয়তো এই কাব্যগ্রন্থটি পড়লে বোঝা যাবে।

আকার (cm) : 14.5 (l) X 21.7 (b) X 1.4 (h)