Aj Chander Sange Rat Katabo
লেখক : পঞ্চতপা
পৃষ্ঠা : 64
চাঁদে চাঁদে পৃথিবীর বয়স বাড়ে। প্রাজ্ঞ হয় মানুষ। কিছু অনুভবের খড়কুটো নিয়ে মানবজমিনের পাড়ে কারা যেন ঘর বাঁধে। এক নারী আবহমানের উদাসীনতা নিয়ে দিগন্তের পাড়ে গিয়ে দাঁড়িয়ে বলে- ‘তোমরা কথাগুলো স্পর্শ করে / হাতা ভিজে গেছিল কুয়াশায়/... এক-আজলা রূঢ় সন্ধ্যা/ ভিজিয়ে দিল হাত আবার,/ কুয়াশা নয়, রিক্ত বুকের রক্তক্ষরণ।’ এ যেন নারী কথনের এক নিভৃতিযাপন। অনেক আঘাত তার স্মৃতির গায়ে দাগ কেটেছে, অনেক প্রতীক্ষা তার পথকে দীর্ঘ করেছে, কাল চলে গিয়েছে মহাকালের দিকে। তবুও কিছু খণ্ড সময়, পড়ে থাকা অবসর পায়ে পায়ে এসে তার বসতের সীমানায় ঢুকে পড়ে। সে বলে— ‘গতকাল একটুকরো সময়কে পড়ে থাকতে দেখে / কুড়িয়ে নিলাম / ওকে দিলাম একচিমটে- হারিয়ে যাওয়া’ হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার জোয়ারভাটায় জীবন অপরাহ্নের আলো মাখে। অনেক প্রাপ্তি, বেশ কিছুটা আক্ষেপ আর অপেক্ষা নিয়ে সময় মানুষের মুখে বলিরেখা আঁকে। তবু স্বপ্ন ফোরায় না। প্রেম অফুরান হয়। কবি লেখেন— ‘প্রেম তুমি জেগে ওঠো/ নিয়ে যাব পলাশপুরে।/ তোমার জন্য নীলপদ্ম / নিয়ে আসব মুঠোর ভরে।’
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.2 (h)