Akash Prithibi Bhalobasa
লেখক : সুবীর দত্তগুপ্ত
পৃষ্ঠা : 64
মনের ঋতুতে হেমন্ত নামে। মন শুধু খুঁজে বেড়ায়, পাওয়ার নিশ্চিন্ততায় পৌঁছেও সন্ধান ফুরায় না। দিক্শূন্য প্রান্তরে দাঁড়িয়ে মনে হয়— ‘যতদূর চলে যাই স্মৃতির মিছিলে / প্রাণেমনে বেজে যায় স্নেহের সেতার / অনুভূতি নীল হয় বেদনার নীলে / নিজেকে এমন করে পাইনিকো আর’। ফেলে আসা শৈশব আর জীবনের বাঁকে হারিয়ে যাওয়া কিছু কণ্ঠস্বরের জন্য দুঃখ জমে কোনো এক অস্তমিত গোধূলিতে। দিন প্রতিদিনের এইসব চেনা ছককে কবিতায় গাঁথেন সুবীর দত্তগুপ্ত। আগামীর সবুজ গ্রিটিংস আর অতীতের ঝরাপাতাদের তুলে দেন। সময়ের পোস্টম্যানের ঝুলিতে, আত্মানুসন্ধানের মতোই প্রতিমায় মাটিতে পোছ দেওয়া তাঁর শেষ হয় না কখনও। কবি বলেন— ‘আলো নিবে যায়, / থেমে যায় খননের কাজ, / স্বর্ণরেণু আহরণ করতে পারি না / প্রতিমা নির্মাণ সমাপ্ত হয় না।’ সমাপ্ত হয় না আমাদের প্রত্যাশাও। আকাশ পৃথিবী আর ভালোবাসার শর্তে কবির মতন করে আমরাও অনুবাদ করে চলি জীবনকে, স্বগতোক্তির মতন পাঠ করে চলি এইসব আলোছায়ায় মাখা অনুভবকে।
আকার (cm) : 14.3 (l) X 22 (b) X 1 (h)