Aranyer Epitaf
লেখক : শুভ্রনীল দে
পৃষ্ঠা : 64
জীবন হল পাখিদের আকাশ জুড়ে ওড়া/ জীবন হল জীবন থেকে চলে যাওয়া। সৃষ্টিশীল মানুষের হৃদয়ে অবিরল জেগে থাকে মৃত্যুচেতনা। এই মৃত্যুচেতনাই হয়তো তাকে আরও- পরিণত জীবনের দিকে এগিয়ে নিয়ে চলে। অত্যন্ত সংবেদনশীল কবি শুভ্রনীল দে-র কবিতায় প্রকৃতি এবং মৃত্যু চেতনার নিবিড় আলিঙ্গন পাঠককে একই সঙ্গে মুগ্ধ-বিষগ্ন করে তুলবে নির্দ্বিধায়। ‘কুণ্ডলী পাকানো ধোঁয়া সার বেঁধে চলে যাচ্ছে মহাশূন্যের দিকে / আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি আমার মৃত্যুকে/ একদিকে রাত্রির ভয়াবহ সৌন্দর্য। আর একদিকে শেষ যাত্রার ভয়ংকর নীরবতা/ এর মাঝে আমার মৃত্যু-চেতনা। চিত্রকল্প নির্মাণে কবির দক্ষতা বিশেষভাবে পরিলক্ষিত হয়েছে কাব্যগ্রন্থটিতে। একই সঙ্গে সহজ-সরল এবং অনায়াস ভঙ্গিমায় কবিতা নির্মাণের কৌশলটিও রপ্ত করেছিলেন তিনি। ‘অরণ্যের এপিটাফ’ কাব্যগ্রন্থটি Posthumous Literature- এর অন্তর্গত হবে স্বাভাবিক নিয়মে। নদী আর অরণ্য নানা মাত্রা নিয়ে বারবার ফিরে এসেছে তাঁর কবিতায়। কালজানি নদী নিয়ে তার আবেগঘন উচ্চারণ, ‘আমার শৈশবে এক নদী ছিল। এখনও আছে।/ আমার মৃত্যুর পরেও থাকবে/ কালজানি যার নাম’। অকাল প্রয়াত কবির এই বিশেষ কাব্যগ্রন্থটি কবিতা- অনুরাগী পাঠকদের কাছে তুলে দিতে পারার জন্য আমরা কৃতজ্ঞ থাকছি শুভ্রনীলের আত্মীয়পরিজনের কাছে।
আকার (cm) : 14.3 (l) X 22 (b) X 1.2 (h)