Anirban Agnisikha
লেখক : সুদীপ লোহার
পৃষ্ঠা : 64
নানা রঙের সুতোয় বাঁধা ঘুড়িগুলো কেবলই আকাশে উড়তে থাকে। সুতোর রাস্তা, গলি, বাইলেন মিশে তখন শূন্যজোড়া ইচ্ছের মানচিত্র। কেবলই উঠছে, পড়ছে, ভেসে যাচ্ছে, ভোকাট্টা হচ্ছে। খুব সহজ কিছু ঘরবসতের গল্পেরা ঠিকানা খুঁজে নিচ্ছে সেইসব মানচিত্রের আনাচে-কানাচে। খুব সরল কিছু স্বপ্ন, খুব দৃপ্ত কিছু বিদ্রোহ, হার-না-মানার নাছোড় একটা গো-লাইনে লাইনে গাঁথা হতে থাকে। কখন যেন কবিতা হয়ে যায় সেসব। আমরা দেখি কবিতার খাতা জুড়ে আঁকা এক দৃশ্যপট। সেখানে কবি বলছেন- দু-চারটে চঞ্চল পাখি / এ-গাছ, ও-গাছ ছুঁয়ে,/ হরেক ঘুড়ির চাটি খেয়ে / উতলা মনে খুঁজে বেড়াচ্ছে। ইমারতের অলিগলি।/ কলকাতার গাছও এখন / ঘুড়িদের দখলে। অন্ত্যমিলের বন্ধনে, নরম কিছু ভাবনার আলোয়, নির্মল কিছু বেঁচে থাকার ছবি ছড়ানো থাকে এইসব কবিতার ভাঁজে ভাঁজে। দমবন্ধ কালো ধোঁয়ার বিষাদে দিয়ে যায় অক্সিজেনের আশ্বাস। কবিতায় কবিতায় রাখা থাকে ঘরে ফেরার পথের নিশানাগুলি। আমাদের সহজ বাঁচার স্বপ্নেরা ঠিক কতটা দূরে চলে গিয়েছে, একবার আসুন মেপে নিই কবির এই আখড়ার বুকে দাঁড়িয়ে।
আকার (cm) : 14.3 (l) X 22 (b) X 1 (h)