Banglar Rajniti
লেখক : দীপঙ্কর ভাট্টাচার্য
পৃষ্ঠা : 272
১৮৮৫ সালে ডিসেম্বরে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ও ১৯৪৭ সালের আগস্টে ভারতের স্বাধীনতা লাভের মাঝখানে ষাট বছর অবিভক্ত বাংলার রাজনীতিতে কংগ্রেস, বিপ্লবী গোষ্ঠী, কমিউনিস্ট পার্টি ও মুসলিম লিগের রাজনৈতিক আন্দোলনের বিস্তারিত পর্যালোচনা। প্রথিতযশা ইতিহাসবিদদের গবেষণা গ্রন্থ ও প্রবন্ধ এবং বিশিষ্ট রাজনীতিবিদদের অভিজ্ঞতা-প্রসূত গ্রন্থ ও লেখনী—এই দুইয়ের মিলিত তথ্যের ভিত্তিতে লেখা । ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের পাশাপাশি এই আন্দোলনের মূলকেন্দ্র বাংলায় কংগ্রেস, বিপ্লবী, সাম্যবাদী ও লিগের রাজনৈতিক রণকৌশল ও বাঙালি সমাজের ওপর তার ফলাফলের তথ্য সমৃদ্ধ ও বিশ্লেষণাত্মক আলোচনা। পৃথকভাবে আলোচিত হয়েছে বাংলার শ্রমিক, কৃষক, ছাত্র, নারী আন্দোলনের বর্ণময় ইতিহাস ।