Job Mukhujjye Bakyalap
লেখক- রামকুমার মুখোপাধ্যায়
পৃষ্ঠা- 160
ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাঁচটা জাহাজ সুতোনুটির ঘাটে এসেছে। ভারী বৃষ্টিতে জল থইথই গঙ্গার পাড়। মুখুজ্যে জলে চরে বেড়ানো কইমাছ ধরে। কোম্পানির লোকেরা জাহাজ থেকে পাড়ে নামার অনুমতি চাইল। মুখুজ্যে হাত নেড়ে অনুমতি দিল। তারপর জাহাজ থেকে নেমে এক সাহেব তার টুপিতে করে করে কইমাছ ধরে মুখুজ্যের খালুয়ে রাখে। তাতেই পরিচয় হয়, বন্ধুত্ব হয় মুখুজ্যের সঙ্গে জোবের– জোব চার্নকের। তারপর দু-বন্ধুতে নানা আলোচনা করে সুতোনুটি, কলকাতা ও গোবিন্দপুর গ্রাম তিনটিকে ধীরে ধীরে মহানগর করে তোলে। কিন্তু বর্তমানে তারা সেই কলকাতাকে বদলে নতুন একটা রূপ দিতে চায়। সেই নব কলকাতায় বাস ও পাতাল রেল তুলে গোরুর গাড়ি চালানো হবে। ঘোড়দৌড়ের মাঠের গা ধরে ধান চাষ করা হবে আর নন্দনের মাথায় বীজতলা করা হবে। কিছু কাজের সূচনা হয়ে যায়। তার পরে পরেই জোব কোভিডে আক্রান্ত হয়। বিদ্যাসাগর, দ্বারকানাথ ঠাকুর, গুডিভ ডাক্তার দেখতে আসেন। বাংলা সাহিত্যে আনকোরা ভাব ও ভাবনার একটি উপন্যাস ‘জোব মুখুজ্যে বাক্যালাপ’। অভিনব আঙ্গিক।