Jongoler Gher
লেখক- শৈলেন সরকার
পৃষ্ঠা- 256
সুন্দরবনের একেবারে দক্ষিণে নদী-জঙ্গলের মধ্যে ঢুকে যাওয়া ছোটো একটি গ্রাম। পরমেশ গ্রাম ছেড়ে কাজ নিয়েছে গুরগাঁওয়ে। বহুদিন পর গ্রামে ফিরে শোনে বাঘে নিয়েছে এক আদিবাসী মেয়েকে। মাথা পাওয়া যায়নি তার। মেয়েটি কি বেগোমুড়ি হয়ে জঙ্গলের অন্ধকার থেকে ডাকবে সবাইকে? মোহনার দ্বীপ কালিবেরার গা শিমশিম করা উত্তরের খালের শেষ মাথায় জঙ্গলের ভেতর আগুনে পুড়ে যাওয়া মন্দির আর ঘরবাড়ি। আর নাকি আছে বিশাল এক সিন্দুক। সেই সিন্দুক খুললেই নাকি জেগে উঠবে হাজার বছর আগের সেই গ্রাম। পরমেশ ভালোবাসে গুরগাঁওয়ে কাজ করতে যাওয়া সুন্দরবনের মেয়ে মায়াকে। কিন্তু ক্যান্সারে মৃত কাঞ্চনদার স্ত্রী সরমাকে নিয়ে গ্রাম ছেড়ে পালায়। যায় দিল্লি শহরের আবর্জনা ফেলার জাহাঙ্গিরপুরি খাততায়। নিখোঁজ হয় সরমা। গুজরাটের ঘোঘোতে লবণের কাজ করতে যাওয়া কৃষ্ণ জানায় যেখানেই যাও, জঙ্গলের ঘের ছড়িয়ে আছে সর্বত্র। সর্বত্রই কাটা মুণ্ড বেগোমুরি ডাকবে তোমাকে। অতঃপর ?