Ondhokar Theke
লেখক- সৌগত চট্টোপাধ্যায়
পৃষ্ঠা- 96
‘পাতাল থেকে ডাকছি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ?' লিখেছিলেন শক্তি। কষ্ট ছিল সেই ডাকে, যন্ত্রণার কন্দরে লুকিয়ে ছিল ভালোবাসা। সেই ডাক ছড়িয়ে পড়েছিল ডালপালার মতো ঊর্ধ্ব আকাশে। সৌগত চট্টোপাধ্যায়ের এই বইতেও পাওয়া যাবে সেই আহ্বান- বাইরে উদগ্র নয়, তবু অন্তরে ছটফটানি তার। কবি বলছেন— ‘অনুচ্চার ব্যথা ছেয়ে থাকে চৈত্রের বিকেলে হলদে রোদ্দুরে যেন তীব্র উৎকণ্ঠা ফুটে থাকে হার্মাদ রাত্রির বুকে ভিখারি হাওয়ার করতলে সমুদ্রের মেঝেতে কত রক্তিম স্বপ্ন জেগে থাকে'। হার্মাদ রাত্রির অন্ধকারে তবু জেগে থাকা প্রিয়ার অনুরক্ত, অনুগত হয়ে। সেই প্রেম, যা অস্থির প্রতীক্ষায় থেকে থেকে, বাগানের ডালপালায় রমণক্লান্ত ঝুলন্ত চাঁদ দেখতে দেখতে সকালের দিকে ফুটে ওঠে। আলোর দিকেই তার গতি, অন্ধকার থেকে। সমস্ত সবুজ নিয়ে সে বেঁকে যায়, স্নান করতে চায় ভোরের সূর্যের রক্তিমস্রোতে। এই রক্তিমতা আর কিছু নয়, তারই প্রেম, অন্ধকার কেটে ছড়িয়ে পড়েছে সমগ্র সত্তায়।