Bangamahilar Japan Jatra লেখক : হরিপ্রভা তাকেদা / সম্পাদনা : প্রত্যূষকুমার রীত পৃষ্ঠা : 80 আজি হতে ঠিক শতবর্ষ পূর্বে প্রকাশিত হয়েছিল বাংলা ভাষায় জাপান-ভ্রমণ বিষয়ক প্রথম গ্রন্থ হরিপ্রভা তাকেদা-র ‘বঙ্গমহিলার জাপান যাত্রা’। ১৯১৫ (১৩২২)-এ প্রথম প্রকাশের সঙ্গে সঙ্গেই ‘প্রবাসী’,‘ভারতী’ বা পরে ‘পরিচারিকা’ প্রভৃতি পত্রিকায় সমালোচিত হয়েছিল। রবীন্দ্রনাথের ‘জাপানযাত্রী’ বা সরোজনলিনী দত্তের ‘জাপানে বঙ্গনারী’ গ্রন্থ প্রকাশের অনেক আগেই এ গ্রন্থ প্রকাশিত হয়। গ্রন্থটি প্রকাশের তিন বৎসর পূর্বে হরিপ্রভা তাকেদা স্বামীর সঙ্গে জাপান যাত্রা করেছিলেন। বলা বাহুল্য রবীন্দ্রনাথের আগেই তাঁর জাপান যাত্রা। তাঁর সেই ভ্রমণ-অভিজ্ঞতাই দিনলিপির আকারে বর্ণিত হয়েছে বর্তমান গ্রন্থে। বাংলা ভাষায় জাপানচর্চার ইতিহাসে অথবা বাংলা ভ্রমণসাহিত্যে মহিলাদের অবদানের ধারায় অতি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে এই গ্রন্থ। এখানে সমকালীন জাপানের সংস্কৃতি, পোশাক, খাদ্যাভাস, জীবিকা, ধর্মচর্চা ইত্যাদি অনেক কিছুর পরিচয় মেলে। আকার (cm) : 12.5 (l) X 18 (b) X 1 (h)
|