Sricharaneu Baba
সংকলন ও সম্পাদনা : মানস চক্রবর্তী
পৃষ্ঠা : 544
প্রাতঃস্মরণীয় মানুষদের সন্তান হওয়ার সুবিধে এবং অসুবিধে দুই-ই আছে। প্রাথমিক সুবিধে হল, পিতার গৌরবের অংশীদার হয়ে সামাজিক পরিচয় এবং অন্যদের থেকে এগিয়ে থেকে নিজেদের জীবন শুরু করা যায়। কিন্তু একটু বয়স হলেই পিতার সঙ্গে তুলনাও এসে পড়ে অনিবার্যভাবে। সবাই তো আর সন্দীপ রায় কিংবা পি সি সরকার (জুনিয়র) নন যে পিতার পেশাকেই নিজের পেশা করে নিজেরাও বিখ্যাত হবেন। বেশিরভাগই হয় এগিয়ে যান (সংখ্যায় কম), বেশিরভাগই পিতার পেশাতেই যান না। তাঁদের চোখে তাঁদের পিতাকে দেখার, তাঁদের ভালোমন্দ নিয়ে আলোচনা করা কিংবা পিতার কোন্ দিকটা তাঁদের ভাবায়, জাগায়, উদ্বুদ্ধ করে প্রাত্যহিক জীবনযাত্রায়, তারই নির্যাসের সংগ্রহ হচ্ছে এই বই, যাতে বহু প্রাতঃস্মরণীয় বঙ্গসন্তানের সন্তানেরা কলম ধরেছেন তাদের বাবা-কে নিয়ে। নির্মিত হয়েছে শ্রীচরণেষু বাবা।
আকার (cm) : 14 (l) X 22 (b) X 3.3 (h)