Shilpir Atmokatha
লেখক : সাধনা বসু
পৃষ্ঠা : 80
প্রথমে নাচের দলে পরে সরাসরি নাচ-গান-অভিনয়ে বিশ শতকের তিন-চারের দশকে সাড়া ফেলে দিয়েছিলেন মর্জিনার ভূমিকায় সাধনা বসু ‘আলিবাবা’ মঞ্চনাটক ও চলচ্চিত্র প্রযোজনায়। লোকের মুখে মুখে ফিরত তাঁর গাওয়া গান “ছি ছি এত্তা জঞ্জাল’। নাচ-গান-অভিনয়ই ছিল তাঁর ধ্যান-জ্ঞান। আলিবাবার পরিচালক মধু বসুর সঙ্গে বিয়ে। প্রেমের আড়াল আর আড়াল প্রেমের ফাঁকে ফাঁকে মধুর প্রেমকথা। রবীন্দ্র আশিসে ‘মধুর সাধনা নয়, মধুর মাধবী’। বহু অন্তরঙ্গতার নিপুণ বুনন। বিরল অনুভূতি। বাংলা মঞ্চপ্রযোজনা আর বাংলা-হিন্দি-ইংরেজি ছবির গড়ে ওঠার কাহিনি। সঙ্গে বেড়ে ওঠার কাহিনি সাধনার। সঙ্গে নিজস্ব ব্যালের রূপারোপ। জীবনপ্রান্তে স্মরণের মণিকোঠায় মধুর প্রেম-বিরহের পরতে পরতে মিশে আছে শ্রদ্ধাশীল জীবনবোধ। কথিত হয়েছে দেশ-কাল-সমাজ উপাখ্যান। সংযোজিত হয়েছে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বহু আনুষঙ্গিক তথ্য। এ শুধু আত্মকথা নয়, সংস্কৃতির এক পারস্পরিক ইতিহাস।
আকার (cm) : 14.5 (l) X 21.5 (b) X 1 (h)