Renu Selam Renu
লেখক : সুবিমল বসাক
পৃষ্ঠা : 96
জন্ম বিহারের পূর্ণিয়া জেলায় ঔরাহী হিঙ্গনা গ্রামে। শিক্ষা পূর্ণিয়া গ্রাম্য বিদ্যালয়ে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। রাজনীতির সঙ্গে যুক্ত কৈশোরাবস্থায়। সতীনাথ ভাদুড়ীর হাত ধরে রাজনীতিতে প্রবেশ। সোসালিস্ট পার্টির সভ্য। বিহারের গ্রামাঞ্চলে ঘুরে বেরিয়েছেন, প্রত্যক্ষ করেছেন, বিশ্লেষণ করেছেন। ‘ময়লা-আঁচলে’ তিনি বিহারের একটি অখ্যাত গ্রাম তুলে ধরেছেন রাজনৈতিক পরিবেশে। তার রচনায় বিহারের লোককথা, গ্রাম্যগীত, বাগধার, কুসংস্কার, লুপ্তবিধি ইত্যাদি ফুটে উঠেছে। উপন্যাস ‘ময়লা আঁচলে’ গ্রাম্যভাষার ব্যবহার লক্ষ করার মতো। এই উপন্যাসে হিন্দি বাক্যের এক আলাদা গদ্য ব্যবহার করা হয়েছে। পরবর্তী উপন্যাস- ‘পরতি-পরিকথা’ গ্রাম্য পটভূমিতে রচিত। ‘দীর্ঘতপা’ উপন্যাস তিনি পাটনার পটভূমিতে নার্সদের জীবনযাত্রা সম্পর্কে রচনা করেছিলেন। ফণীশ্বর নাথ রেণু পরবর্তীকালে রিপোতার্জ রচনায় বহু বিধা উন্মোচন করেন। উপন্যাস ছাড়া তাঁর বিখ্যাত গল্প ‘তিসরী কসম’ একটি আশ্চর্য রচনা। প্রেম কাহিনি। একটি অনবদ্য গল্প।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1 (h)