Baitalik
লেখক : শর্মিষ্ঠা সেনগুপ্ত
পৃষ্ঠা : 160
জীবনের পথচলায় যা কিছু সংগ্রহ করেছেন লেখিকা পথের দু-ধার থেকে সেগুলিকেই আপন মনের মাধুরী মিশিয়ে পাঠকের সামনে তুলে ধরেছেন। হয়তো নাম-কাল-স্থান ঈষৎ পরিবর্তিত হয়েছে, কিন্তু সত্যকে গোপন করার সচেতন প্রয়াস নেই কোথাও। শৈশবে নারকেলকাঠির ঝাঁটা দিয়ে বাড়ির উঠানে ঝাঁট দেওয়ার অন্তরালে মিশে যেত শিশিরের গন্ধ, ভোরবেলাকার রোদের গন্ধ, আর মায়ের নির্মল আনন্দময় অবস্থানের গন্ধ। রবীন্দ্রনাথের ‘ডাকঘর’-এর সেই অমলের মতো মনে হত ফেরিওয়ালাদের কী মজা, কেমন সারাদিন ঘুরে ঘুরে বেড়ায়। তবে দুঃখের নানা অভিজ্ঞতা সত্ত্বেও চিত্তের প্রসণ্ণতা নষ্ট হয়নি কখনও। মনে হয়েছে ‘কোনও দুঃখই দুঃখ নয়। কোনও ক্ষতিই ক্ষতি নয়’। মনটাকে যদি আনন্দের অনুগামী করে তোলা যায় তাহলে ‘সব পেয়েছির আসরে’ সদস্যপদ চিরকালই অটুট থেকে যায়। একটা পিঁপড়েকেও জল খাইয়ে বাঁচানোর চেষ্টা কিংবা সবুজ গঙ্গাফড়িংকে কাচের জারে ধরে রেখে কচি ঘাস খাওয়ানো- সত্যি, আনন্দ বা উৎসাহের যেন কোনও অভাব নেই। শৈশব এমনই আশ্চর্য সব ঘটনায় ভরা চিরদিন।
আকার (cm) : 14 (l) X 22 (b) X 1.5 (h)