Na Kata Hirer Dyuti
লেখক : সুবোধ সরকার
পৃষ্ঠা : 360
সমকালীন বাংলা সাহিত্যে সুবোধ সরকার অন্যতম মাইলস্টোন। শৈশব থেকে জড়িয়ে থাকা বিবিধ অসাম্যের বিরুদ্ধে তাঁর অসম লড়াই- এখন এই প্রতিষ্ঠিত সময়েও তেমন নিশ্চয়তা জুটল কোথায়? তবুও রণাঙ্গনে তিনি গাণ্ডীব ত্যাগ করেননি-পৃষ্ঠে আঁকেননি অস্ত্ররেখা। এই-ই তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য। তাই লেখালিখির শুরু থেকেই তিনি অন্তর্ঘাতে বিশ্বাসী। তিনি জানেন অন্তর্ঘাত শিল্পীর একমাত্র ট্রাম্প কার্ড। তাই পায়ে-পায়ে কৃষ্ণনগর থেকে কলকাতা- হিল্লি-দিল্লি তিনি ছড়িয়ে দিয়েছেন বিস্ফোরক ঠাসা শিল্পসম্ভার। তাঁর কবিতায়, আখ্যানে কিংবা ফিচার বা সামান্য প্রতিবেদনে বার বার ফুটে ওঠে জেদি সেই যুবকের মুখ, যা ভারতের বা এশিয়ার গরিব দেশের বিশিষ্ট চরিত্র। আজ তাঁর ষাট বছরের জন্মদিনে এমন দাবি আমরা করতেই পারি। সুবোধ তাঁর কবিতায় ছুঁয়ে গেছেন তাঁর দেশ থেকে আন্তর্জাতিক বিষয়। শাসকের প্রতি তর্জনী তুলে স্পষ্ট ঘোষণা করেছেন নিজের অবস্থান-রেয়াত করেননি প্রাতিষ্ঠানিক আঁতাত। ফলে তাঁকে বার বার ছুড়ে ফেলা হয়েছে ডাস্টবিনে, আর তিনি ফের গায়ের ধুলো ঝেড়ে, জিভ দিয়ে চেটে নিয়ে ঠোটের নোনতা রক্তস্বাদ, মুখোমুখি দাঁড়িয়েছেন রাষ্ট্রের কাউন্টার টেরোরিজমের। নিজেকে নিয়ে তাঁর বলার মতো কিছু নেই। একদিন তিনি ঘোষণা করেছিলেন কবিতার গা থেকে সব গয়নাগাটি খুলে নেওয়ার। তিনি কতকটা তাঁর সৃষ্ট কবিতার মতো আভরণহীন বইয়ের খোলা পাতার মতো তাঁর জীবন- যে-খুশি পাতা উল্টে যেতে পারে না, তাঁর আস্তিনে লুকোনো নেই কোনো বাঘনখ। ১৯৭০-এর দশকের তারুণ্য কাটিয়ে আজ অনেকেই স্থবির কিংবা বানপ্রস্থে প্রান্তিক। অথচ, সুবোধ সরকার এখনও বার বার উচ্চারিত। কারণ, তিনি জানেন যদিওবা রাষ্ট্রের প্রয়োজন কবিকে, কবির কদাচ প্রয়োজন হয় রাষ্ট্রকে। তাই কেবল নিজের দেশ নয়, এই দেশের ভৌগোলিক সীমারেখা পার করে তিনি মিলিত হয়েছেন দুনিয়ার তাবৎ চিন্তাশীল মানুষের সঙ্গে- যারা বিশ্বাস করেন রক্তক্ষরণই শিল্পের অস্ত্রভাণ্ডার। আজ যখন রাজনৈতিক সমীকরণগুলো বেঁকেচুরে গেছে- ভেঙে গেছে সাবেক রাজনৈতিক দেবালয়ের ধ্বজা, যখন গুপ্তচরের মুখে বিপ্লবীর মুখোশ, তখন প্ররোচিত হতে হয় অন্তর্ঘাতে। এই গ্রন্থে কবি, সাহিত্যিক,ব্যক্তিক সুবোধ সরকারকে নিয়ে লিখেছেন তাঁর প্রিয়জন, তাঁর গুণমুগ্ধের দল এবং সমালোচকেরা। সেখানে নিজেরও কিছু অপ্রাপ্তি নিয়ে হাজির হয়েছেন স্বয়ং সুবোধ-ঠিক আনকাট্ ডায়মন্ডের মতো। সুবোধ সরকারের ষাট বছরের জন্মদিন উপলক্ষে আমাদের তরফে এই সামান্য আয়োজন-পাঠক আপনার জন্য।
আকার (cm) : 18.5 (l) X 24 (b) X 2.5 (h)