Aprokashito Atmokatha O Anyanya
লেখক : কে . মল্লিক / সংগ্রহ-সম্পাদনা-ভূমিকা : আবুল আহসান চৌধুরী
পৃষ্ঠা : 80
বিশ শতকের একেবারে গোড়ার দিকে এ দেশে গ্রামোফোন কোম্পানি গানের রেকর্ড বের করতে শুরু করে। বাংলা গানের জন্যে এ ছিল প্রেরণাসঞ্চারী এক যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে সেকালের বিশিষ্ট শিল্পীদের কণ্ঠের গান সর্বসাধারণের মাঝে প্রচারিত হয় এবং সেইসঙ্গে অনেক প্রতিশ্রুতিশীল শিল্পীরও আবির্ভাব ঘটে। কে. মল্লিক, যাঁর আসল নাম মহম্মদ কাসেম, গ্রামোফোন রেকর্ডের প্রথম যুগের খ্যাতিমান শিল্পী। কণ্ঠমাধুর্য, গায়কির স্বাতন্ত্র্য আর নিবেদনের বৈশিষ্ট্যের কারণে সেকালে তিনি অসামান্য যশ-খ্যাতি ও প্রতিষ্ঠা-পরিচিতি লাভ করেছিলেন। আগমনি, শ্যামাসংগীত ও অন্যান্য ভক্তিগীতির শিল্পী হিসেবে অতুলনীয় লোকপ্রিয়তা অর্জন করেন। পরে নজরুলের নানা অনুষঙ্গের গান গেয়েও খুব নাম হয় তাঁর। এককালের এই জননন্দিত শিল্পী আজ বিস্মৃতির অন্তরালে। অথচ সংগীত-বিরূপ বাঙালি মুসলমান সমাজে তিনিই প্রথম উল্লেখ্যযোগ্য শিল্পী। হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে একটি মিলনের সেতু তিনি রচনা করেছিলেন গানের ভেতর দিয়ে। সংগীত-সংস্কৃতির একনিষ্ঠ গবেষক ডক্টর আবুল আহসান চৌধুরী কে. মল্লিকের অপ্রকাশিত আত্মজীবনী উদ্ধার ও প্রকাশের মাধ্যমে এই প্রায়-বিস্মৃত শিল্পীকে আবার নতুন করে সংগীতপ্রিয় সুধীজনের কাছে তুলে ধরেছেন।
আকার (cm) : 14 (l) X 21.5 (b) X 1 (h)