আমরা অনেক কিছু ভুল জানি

  • Sale
  • Regular price Rs. 70.00
Shipping calculated at checkout.


Amra Anek Kichhu Bhul Jaani 

লেখক : সৌভিক বন্দ্যোপাধ্যায়

পৃষ্ঠা : 64

‘আমরা অনেক কিছু ভুল জানি, আর / যা যা ভুল জানি, সেগুলো ভুল, সেটা জানি না।’ কবি সৌভিক বন্দ্যোপাধ্যায় তাঁর কবিতায় নিজস্ব জীবনযাপন এবং ভাবনা-উপলব্ধির কথা বলেছেন সরাসরি কথ্য চলিত ভাষা ও ভঙ্গিমায়। কবিতার জন্য বিশেষ ভাষা খুঁজতে হয়নি তাঁকে। স্বতঃস্ফূর্ত আবেগে বয়ে চলে তাঁর কবিতা। রোমান্টিক ভাবনার টুকরো টুকরো জলছবি কখনো-কখনো তাঁর কবিতাকে ভিন্নতর জায়গায় নিয়ে যেতে চায়। নিরুদ্দেশ জলছবি'-র এমনই স্বাভাবিক উচ্চারণে মুগ্ধ হবেন কবিতা-অনুরাগী পাঠক। যেখানে তাঁর উচ্চারণ, ইলামবাজারের রাস্তায় পড়ে থাকা / টুকরো টুকরো মেঘ হাতে নিয়ে/ তুমি দাঁড়িয়ে পড়লে হঠাৎ। রাজনীতি-সমাজনীতি নিয়ে খুব নীচু স্বরে কবির অবস্থানও চিহ্নিত করা যায়। তির্যক ভঙ্গিমায়, মজার ছলে বলা কথা ঘিরে অনেক কথাই আবর্তিত হতে পারে পাঠকমনে। কবিতায় সাবলীল তিনি। ‘আইডিয়া’-য় জানিয়েছেন, “যেভাবে ঢুকে পড়ে উতল হাওয়া, / সে ভাবেই এসে গেছে একটা আইডিয়া। পাঠকমহলে কাব্যগ্রন্থটি সমাদৃত হবে, আশা করাই যায়।

আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1 (h)