Celuloyed Mahan Kathakarera
লেখক : সোমেন ঘোষ
পৃষ্ঠা : 160
বাংলা ভাষায় চলচ্চিত্র চর্চার শুরু হয়েছিল যদিও বিশ দশকের শেষে, কিন্তু সে চর্চার মধ্যে সিনেমার ভাষা, আঙ্গিক তথা সার্বিক নন্দন নিয়ে তেমন মনন-ঋদ্ধ প্রচেষ্টা ছিল না। বলাবাহুল্য যে, পঞ্চাশ দশকের মধ্য পর্বে সত্যজিতের আবির্ভাবের পূর্বে এ দেশে চলচ্চিত্র মাধ্যম নিয়ে প্রকৃত মননশীল আলোচনার প্রেক্ষাপট তৈরি হয়নি। সত্যজিতের কালজয়ী সৃষ্টির অব্যবহিত পরবর্তী সময়ে ফিল্ম সোসাইটি আন্দোলনের পুনরুজ্জীবন গোটা দেশে, বিশেষ করে বাংলা ভাষায় নতুন চেতনার চলচ্চিত্র চর্চার ক্ষেত্রে উদ্দীপনার সঞ্চার করেছিল। পরবর্তী কয়েক দশক ধরে বাংলা ভাষায় চলচ্চিত্র চর্চার একটা মানদণ্ড গড়ে ওঠে। চলচ্চিত্র মাধ্যমের শতবর্ষ পূর্তির লগ্নে অর্থাৎ ১৯৯৬ সাল পর্যন্ত বাংলা ভাষায় সিনেমা বিষয়ক প্রকাশিত গ্রন্থের সংখ্যা। ছিল ২৬০টি। ঠিক এই মুহূর্তে বাংলা চলচ্চিত্র গ্রন্থের সংখ্যা কত সেটা উল্লেখ করার মতো নির্দিষ্ট তালিকা আমাদের হাতে নেই। বর্তমান গ্রন্থটি বাংল ভাষায় চলচ্চিত্র চর্চার একটি উল্লেখযোগ্য সংযোজন বলে আমরা মনে করি। এই গ্রন্থে সাহিত্য ও চলচ্চিত্রের পরিসর নিয়ে যে ধরনের বিশ্লেষণ বিধৃত হয়েছে, আমাদের বিশ্বাস, এর পূর্বে কোনো বাংলাগ্রন্থে তা দৃষ্ট নয়। বাংলা সাহিত্যের দুই মহান কথাকার রবীন্দ্রনাথ ও মানিক ব্যানার্জী ব্যতিরেকে বিশ্ব সাহিত্যের পাঁচজন বরেণ্য কথাশিল্পীর রচনা নিয়ে নির্মিত চলচ্চিত্রের গভীর নন্দনতাত্ত্বিক বিশ্লেষণ এই গ্রন্থের মর্যাদা বাড়িয়েছে। মহাকবি গ্যেটে, দস্তয়েভস্কি, গোর্কি, জেমস জয়েস, এবং ডি.এইচ. লরেন্সের রচনাকেন্দ্রিক অজস্র ছবির অভিনব বিশ্লেষণ প্রকৃত চলচ্চিত্রপ্রেমী মানুষদের কৌতূহল বাড়িয়ে দেবে বলে আমরা বিশ্বাস করি। এই ধরনের একটি প্রকৃত মননসমৃদ্ধ চলচ্চিত্র সমালোচনা গ্রন্থ প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত।
আকার (cm) : 14 (l) X 21.5 (b) X 1.5 (h)