Shikarer Ei Satarkata
লেখক : সোমনাথ চট্টোপাধ্যায়
পৃষ্ঠা : 64
নিরন্তর বয়ে যাওয়া কবিতার সহস্রধারার খোঁজখবর যারা রাখেন, তাদের কাছে। সোমনাথ চট্টোপাধ্যায় অপরিচিত নাম নয়। বিভিন্ন পত্রপত্রিকা, কবিতাপত্রিকা সহ কলকাতার প্রথমসারির সাহিত্য পত্রিকাতেও নিয়মিত কবিতা প্রকাশিত হয় সোমনাথের। বদলে যাওয়া সময়ে সব বদল আমাদের খুশি করতে পারে না। কখনো কখনো বিষন্নতা ঝাঁক বেঁধে ভিড় করে দরজায়। একইভাবে আমাদের হৃদয়ে এখনো নতুন স্বপ্ন বাসা বাধে, কবিতার সুসংবাদে। কবিতার জন্য, শুধুই কবিতার জন্য পৃথিবীর হাজার মাইল হেঁটে যেতে পারেন, এমন মানুষের সংখ্যা কি কমে গেল? নাকি আমাদেরই ভ্রান্তি ? ‘শিকড়ের এই সতর্কতা' কাব্যগ্রন্থটি পাঠের পর কবিতা-প্রেমিক মানুষের মনে স্বস্তির হাওয়া বইবে নিঃসন্দেহে। স্বচ্ছলতা সফলতার পাশাপাশি বহমান চিরন্তন এক যন্ত্রণাবোধ রহস্যময় ব্যঞ্জনায় জড়িয়ে থাকে সোমনাথের কবিতায়; সহজ সরল তাঁর উচ্চারণ। তবু এই সরলতায় কখনো কখনো যেন মিশে থাকে ঈষৎ অহংবোধ- পৌরুষের অহঙ্কার, হয়তো বা বোধের অহঙ্কার। 'বস্তুত এতটাই অমিল তোমার আমার, অথচ অকস্মাৎ / নিসর্গের কাছে বিহুল হরিণী হয়ে ধরা দাও বারে বার।' গত শতকের সাতের দশক থেকে কবিতায় মগ্ন রয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়। কলকাতা শহরকেন্দ্রিক কবিতাচর্চা থেকে অনেকখানি দূরে থাকলেও, তাঁর কবিতায় বাংলা মূলস্রোতের কবিতাভাবনারই প্রতিফলন লক্ষ করা যায়। 'শিকড়ের এই সতর্কতা’ কবিতাপাঠকের কাছে বিশেষভাবে সমাদৃত হবে আশা করাই যায়।
আকার (cm) : 14.3 (l) X 21.7 (b) X 1.2 (h)