Je Thake Andhakare
লেখক : সেবন্তী ঘোষ
পৃষ্ঠা : 64
সেবন্তী ঘোষের প্রথম কাব্যগ্রন্থ যে থাকে অন্ধকারে। নয়ের দশকের বিশিষ্ট এই কবির কাব্যভাষা যেমন ঋজু তেমনই নির্মেদ। বস্তুত, সেবন্তীর কবিতা পড়লে বোঝাই যায় না এই কবিতা কোনো মহিলা কবির লেখা—এরকমই বলেছিলেন এক প্রথিতযশা কবি। সত্যিই তাই। সেবন্তীর কাব্যভাষা অতি আধুনিক। তার সঙ্গে তিনি মিশিয়েছেন শ্লেষ, বিদ্রুপ, ইতিহাস ও প্রবাদ। আবার এ-বইয়েই যখন তিনি একজন নারী অথবা বান্ধবী অথবা প্রেমিকা হিসেবে কবিতা রচনা করতে বসেছেন, তখন যেন পাওয়ার আনন্দ, না- পাওয়ার বেদনাও ধরা পড়েছে সার্বিকভাবে। এ-বইয়ের উল্লেখযোগ্য দিক হল—গোটা কাব্যগ্রন্থটি চার ভাগে বিভক্ত; যেমন—গুহাচিত্র, ঈশ্বরী, সম্পর্ক ও স্বপ্নপ্রয়াণ। প্রতিটি ভাগেই রয়েছে সেই ভাগের সমমেজাজের কবিতা; যাতে করে সেই নির্দিষ্ট ভাগের আবেশ পাঠের পর তার অবয়ব সম্পর্কে সেই ভাগের বিষয় ও ভাষা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি করে দিতে পারে। এ কথা অনস্বীকার্য যে, নয়ের দশকের অতি বিশিষ্ট কবি হলেও সেবন্তীর বই প্রকাশ পাচ্ছে অনেক দেরিতে। তাতে অবশ্য কোনো ক্ষতি নেই। কেননা সেবন্তীর পাঠকরা একসঙ্গে নানারকমের কবিতা পেয়ে যাবেন এ-বইতে। কবিতা পাঠকের কাছে এ-বই, 'অর্থাৎ যে থাকে অন্ধকারে', বইয়ের তাকের অন্ধকারে রেখে দেওয়ার নয়। এ বই এক সংগ্ৰহযোগ্য উপহার হয়ে রইল পাঠকের জন্যে।
আকার (cm): 14.5 (l) X 22 (b) X 1 (h)