Amar Naam Bristi
লেখক : সুস্মেলী দত্ত
পৃষ্ঠা : 66
মন কেমন করা দুপুর-বিকেল-রাতের ছবি কবিতায় এঁকেছেন সুস্মেলী। রোম্যান্টিকতার সঙ্গে নিবিড় হাত ধরাধরি এবং একই সঙ্গে অদ্ভুত স্মার্টনেসের মিশেলে কাব্যজগতে তৈরি করেছেন নিজস্ব একটি জায়গা। কখনো কখনো তাঁর দু’একটি শব্দ চয়নে ভেসে ওঠে অনন্ত বিস্ময়-ক্যানভাস। সে ক্যানভাসে লুটোপুটি খায় বিপজ্জনক একাকীত্ব, বর্ণময় স্বপ্ন, নীল রহস্যের হাতছানি। মেঘ-বিলাসী সুস্মেলী তাঁর স্বতস্ফূর্ত শব্দের আকর্ষণ নিপুণ দক্ষতায় ছড়িয়ে রেখে যান তাঁর কবিতায়। হারিয়ে যাওয়া দুপুর, হারিয়ে যাওয়া সময় থেকে টুকরো টুকরো স্মৃতি গেঁথে যে ছবি তৈরি হয়, সে ছবি ভাঙনেরই গল্প বলে শুধু, উস্কে দিতে চায় নতুন স্বপ্নের। 'আমার নাম বৃষ্টি / হাসলে আমাকে মেঘের মতো দেখায় / আমি আকাশকে ভালবাসি / আগুন আমার মনে।' খেয়ালি তিনদিন / আমার তিনজন্মের সম্পদ... / ...শুধু আমারই।' বৃষ্টি, আগুনের সঙ্গে সহবাসজাত কবিতার অন্তর্জগতে বেজে যায় বিষাদ সংগীত। কখনো সে বিষাদে যোগ হয় তীব্র স্যাটায়ার, তীক্ষ্ণ অভিমান, মৃত্যু চেতনা।
আকার (cm) : 14.3 (l) X 22 (b) X 1.2 (h)