Tebhagar Golpo
সম্পাদনা : সুস্নাত দাশ
পৃষ্ঠা : 320
তেভাগা আন্দোলনের ইতিকথা অনেকের জানা থাকলেও, নতুন প্রজন্মের বহু মানুষের কাছে আজও তা অজানা। প্রায় যাট বছর পূর্বে ১৯৪৬-৪৭ সালে পরাধীন ভারতের বঙ্গপ্রদেশের অন্তত ১৯টি জেলায় এমনকি স্বাধীনতার পরেও উভয়বঙ্গের দক্ষিণাঞ্চলে গ্রামে-গঞ্জে লক্ষ লক্ষ ভাগচাষির এই লড়াই সংগঠিত হয়েছিল উৎপন্ন ফসলের দুই-তৃতীয়াংশের দাবিতে। ধ্বনি উঠেছিল— লাঙল যার জমি তার। ফসলের লড়াই কালক্রমে পরিণত হয় জমির ওপর অধিকার অর্জনের সংগ্রামে। বস্তুত এই ঐতিহাসিক সংগ্রাম ছিল বাংলার কৃষক ও কৃষি-শ্রমিকদের স্বাধিকার, আত্মমর্যাদা ও আত্মপরিচিতি প্রতিষ্ঠার প্রথম শ্রেণি-সচেতন রাজনৈতিক সংগ্ৰাম যার উত্তরাধিকার তার। পশ্চিমবঙ্গের কৃষকসমাজ আজও গর্বের সঙ্গে বহন করে চলেছে। এই বাংলার কৃষকদের, সংগ্রামের ঘটনাপুঞ্জকে অবলম্বন করে সেকালের কথাসাহিত্যিক, সাংবাদিক, কবি ও শিল্পীরা রচনা করেছিলেন অসংখ্য ছোটোগল্প, রির্পোটাজ ও প্রত্যক্ষ অভিজ্ঞতালব্ধ বস্তুনিষ্ঠ কাহিনি। বাংলা প্রগতি সাহিত্যের সেরা লেখক-শিল্পীদের কলমে মূর্ত হয়ে উঠেছিল তেভাগা কৃষক সংগ্রামের চিত্র ও চরিত্র। বাংলা কথাসাহিত্যের ইতিবৃত্তে এ এক নবতম সংযোজন, এক যুগসন্ধিক্ষণের অমূল্য দলিল। সমস্ত প্রকার সংকীর্ণতা, পশ্চাদ্পদতা, বন্ধন ছিন্ন করার জন্য সেদিন বাংলার নারী-পুরুষ কোন শক্তিতে ও আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে উঠেছিল; নির্ভয়ে উপেক্ষা করেছিল রক্তচক্ষু ও সাম্প্রদায়িক রাজনীতি; সরকারি দমননীতির সামনে বুক পেতে দিয়েছিল— সেই অনলবর্ষী কাহিনিগুলোকে শুধু একসূত্রে গ্রথিত করা নয় - কালের ব্যবধানে দাঁড়িয়ে নির্মোহ বিচার বিশ্লেষণ এই, সংকলন গ্রন্থকে মৌলিক গবেষণাকার্যের অনন্যতায় প্রতিষ্ঠিত করেছে— যা নিঃসন্দেহে সাহিত্য-সমাজবিজ্ঞান-রাজনীতি- ও ইতিহাসনিষ্ঠ সকল পাঠকের কাছে অপরিহার্য হয়ে উঠতে সক্ষম হবে।
আকার (cm) : 14.5 (l) X 22.6 (b) X 2.3 (h)