Birohe Bijone
লেখক : সুশান্ত গঙ্গোপাধ্যায়
পৃষ্ঠা : 80
তাঁর কবিতার ভাষা অন্তরঙ্গ। নিরন্তর এক প্রতীক্ষা। অন্তরঙ্গ কথোপকথনে পাঠকের সঙ্গে খুব স্বল্প সময়েই কবির গড়ে ওঠা নিবিড় সখ্যতা। তাঁর সুখ-দুঃখ, ব্যর্থতা- সফলতার সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে চান পাঠক। এখানেই কবিতার জয়। এই জয়ের সন্ধান ইতিমধ্যেই পেয়ে গেছেন কবি সুশান্ত গঙ্গোপাধ্যায়। সুশান্তই বলতে পারেন— ‘হারিয়ে গিয়েছে/ সেই সব ভালবাসার গন্ধে/ আলপথ বেয়ে কান্না নেমে আসে/ নদী ছুঁয়ে যায় মাটি/ দ্বিখণ্ডিত হৃদয় বাউল গায়...। অথবা, আর কতকাল বাঁচা যায় বল এই জনসমাজে/ দূর থেকে ভেসে আসে বাঁশি, মেঘ হয়ে আছি/ এই নদী সঙ্গমে...। অথবা ‘শ্বাস বলছে— আমাকে ছাড়/ এবার আমি অন্য কারও বুক ভরাই...। সুশান্ত গঙ্গোপাধ্যায় সমকালীন বাংলা কবিতার জগতে নিজস্ব একটি জায়গা করে নিয়েছেন, অল্প সময়েই। বিভিন্ন পত্র- পত্রিকা এবং প্রতিষ্ঠিত কবিরাও আলাদাভাবে তাঁর কবিতার প্রশংসা করেছেন। কবি অর্ধেন্দু চক্রবর্তী বলেছেন- সুশান্তর কবিতা পড়বার জন্য মস্তিষ্কের শিরা-উপশিরাকে উত্তেজিত করতে হয় না, হৃদয়কে তৈরি রাখলেই হয়। অগ্রজ সাহিত্যিক সমরেশ মজুমদার ওঁর কাব্যগ্রন্থ থেকে চার-ছয় লাইন গ্রহণ করেছেন তাঁর বঙ্কিম পুরস্কারপ্রাপ্ত গ্রন্থে। অনুভবী পাঠকের কাছে কাব্যগ্রন্থটি সমাদৃত হবে এটা আশা করি।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.3 (h)