Ekla Nadir Sange
লেখক : সুশান্ত গঙ্গোপাধ্যায়
পৃষ্ঠা : 64
‘আমার বুকের ভিতর একটা গভীর ক্ষত আছে। সেখানে/একসঙ্গে বাস করে অগ্নি, জল আর বায়ু/ এরা রোজ দাবা খেলে, চাল দেয়, কিস্তিমাৎ করে /এদের নিয়েই আমি বেঁচে আছি, এরাই আমার পরমায়ু’। কবি সুশান্ত গঙ্গোপাধ্যায় নিজের কবিতার জন্য তৈরি করে নিয়েছেন অন্তরঙ্গ একটি ভাষা। এই অন্তরঙ্গ ভাষাতেই তিনি প্রেম-অপ্রেম, বিচ্ছেদ-ভালোবাসার টুকরো টুকরো ছবি এঁকেছেন। টুকরো ছবিগুলির অন্তর্নিহিত আলো তাঁর কবিতাকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। কখনো কখনো ঈষৎ তির্যক তাঁর কাব্যভাষা কিন্তু সে তির্যকতায় অহেতুক বাগাড়ম্বর নেই ।‘অশ্বমেধের ঘোড়া'-য় সুশান্ত জানিয়েছেন, ‘একটা ঘোড়া পেলে/ অশ্বমেধে যাবই/ কথা দিলাম। আর/ফিরে তাকাব না।’ কবি অর্ধেন্দু চক্রবর্তী সুশান্ত গঙ্গোপাধ্যায়ের কবিতা সম্পর্কে জানিয়েছেন, ‘সুশান্তর কবিতা পড়বার জন্য মস্তিষ্কের শিরা উপশিরাকে উত্তেজিত করতে হয় না, হৃদয়কে তৈরি রাখলেই চলে।’ অনুভবী পাঠকের কাছে কাব্যগ্রন্থটি সমাদৃত হবে, আশা করা যায়।
আকার (cm) : 14.5 (l) X 22 (h) X 1 (h)