Thikana Harano Chithi
লেখক : সুরজিৎ চট্টোপাধ্যায়
পৃষ্ঠা : 64
ফিরে আসা-সম্ভবত সুরজিৎ চট্টোপাধ্যায়ের নিভৃত স্বপ্নের বিষয়। সেইরকম স্বপ্ন, যা প্রতীয়মান আপাত বিশ্বের মন্থনে তুলে আনে প্রকৃত বিষ ও আরব্ধ অমৃত। বাইরে থেকে অবশ্য বোঝা যায় না / ঘড়ির ভেতর ঢুকে দেখতে হয় প্রকৃত সময়'। লাটাই-এর মতো জীবন ঘুরিয়ে সময় গুটিয়ে নিতে নিতে কবর অথবা পরমশূন্যতার থেকে অন্ধ মাতৃজঠরের দিকে তাঁর অসম্ভব প্রত্যাবর্তন কবিতায় সম্ভব হয়ে ওঠে অক্ষর ঘণীভূত অক্ষয় অন্ধকারে। তার বিশ্বাস অতএব বেজে ওঠে এইভাবে— ‘নির্মোচন আছে জানি দিগন্ত রেখায় / নির্মোহ ফিরে আসা আছে...'। এমন সুনিশ্চিত চেতনায় স্থির থেকে লেখা সুরজিতের প্রতিটি কবিতাই তাই শেষপর্যন্ত হয়ে ওঠে ‘এক পল শুশ্রূষা’-র মতো পাঠকের চোখে রাখা ‘অমল জোছনা’ আর হাতে রাখা ‘নির্জনতা-হাত’—‘বুকে দৃষ্টিপাত’। তবু আত্মনিয়ন্ত্রণের বাইরে সব ফেরা যেন ফিরে আসা নয়। অতীত উচ্ছাসের নীলাভ স্মৃতি থেকে অভিমানী ঢেউয়ের ভাষায় তিনি প্রায় নিরুপায় নিরালম্ব বোধে ‘ফিরে এসো’ এমন আকুল আহ্বানকে চিহ্নিত করেন বহুচ্চারিত এক ভুল শব্দ’ হিসেবে। ‘ঠিকানা হারানো চিঠি’ কবি সত্ত্বার সেই ভেঙে গড়া ও গড়ে ভাঙার অভিজ্ঞান লাঞ্ছিত অত্যাশ্চর্য সেতু।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1 (h)