Meyeder Toylete Ki Karchilam
লেখক : সুবোধ সরকার
পৃষ্ঠা : 127
'কার্ল মার্কসকে একটা থাপ্পড় মারা দরকার, গান্ধিকে একটা থাপ্পড় মারা দরকার, আপনার জ্ঞান দিয়ে গেলেন কিন্তু রুটি দিয়ে গেলেন না'—কবিতার ভাষাকে সুবোধ সরকার এভাবেই ব্যবহার করতে পারেন। শাক দিয়ে মাছ ঢাকার অভ্যেস তাঁর নেই। মেয়েদের টয়লেটে কী করছিলাম?' কবিতাটি কি আসলে কামদুনি নিয়ে পার্ক স্ট্রিট নিয়ে এক দমক হাসি যা চোখের কোনায় এক বিন্দু জল রেখে যায়? সুবোধ সরকারের কবিতা সুভাষণ নয়, চিনির ক্কাথ নয়, অন্তমিলের গাজোয়ারি নয়। এই ধারণা গত তিরিশ বছরে যেরকম প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি আর-একবার উঠে এল সুবোধের রাগ এবং কৌতুক, হিংসা এবং ভালবাসা, সঙ্গে ইয়ার্কি দিয়ে ঢাকা দর্শন। প্রতিবাদ মানেই সবসময় হাতা গুটিয়ে, শিরা ফুলিয়ে মেট্রো চ্যানেলে গিয়ে দাঁড়াতে হবে কেন? প্রতিবাদের মধ্যেও থাকে সূচিমুখ সংবেদন, আঠেরো রকমের ধানখেত, অষ্টবিংশতি গোধূলি। জীবনের সবচেয়ে বড়ো এই কাব্যগ্রন্থে। সুবোধ সরকার আর-একবার চাবুকের মতো উঠে দাঁড়ালেন যখন তার জীবন অপরাহ্নবেলা পার হয়ে চলেছে। যে অপরাহ্নকালে মানুষ থিতিয়ে পড়ে, তখন সুবোধ তুণীর থেকে তির বের করে সংযোজনা করছেন একটার পর একটা কবিতা, এটা জেনেই যে এই ধাবমান তির আর ফেরত নেওয়া যাবে না।
আকার (cm) : 14 (l) X 21.4 (b) X 1.2 (h)