Irabati Ase Irabati Chale Jaye
লেখক : সুবোধ সরকার
পৃষ্ঠা : 96
কবি সুবোধ সরকারের কবিতা সাবলীল। অথচ তার শরীর জুড়ে অলংকার আর রূপক। তবে ‘ইরাবতী আসে, ইরাবতী চলে যায়’ কাব্যগ্রন্থ তার চাইতেও আরও বেশি কিছু। যে প্রেম হারিয়ে গেছে কোনো গভীর অতলে, যে আবেগ সাড়া দেয় না আর, সেই অনুভূতিরাও ফিরে ফিরে এসে চৌকাঠে বসে এমন কবিতা পড়লে। প্রেমের উদ্দামতা থেকে সুখের হাতছানি, ডুবে যাওয়ার তীব্র আহ্বান থেকে সর্বনাশের নেশা ইরাবতীর পাতায় পাতায়। যাঁরা কখনও প্রেমে পড়েননি, তাঁদেরও এ বার ভালোবাসতে ইচ্ছে করবে। আর যাঁরা প্রেমে পড়েছেন ইতিমধ্যে, এই কাব্যগ্রন্থের মোহজালে তাঁরা ফের জড়াবেন, এ কথা নিশ্চিত। কারণ কবি বলেছেন,- আমি আমার সর্বনাশের মুহূর্তকে চিনি / মুহূর্তকে চাই আবার এটাও জানি আমি / মুহূর্তকে ভীষণ ভয় পাই। / সর্বনাশের হাতে আমার হাত লেগে যায় / সর্বনাশের ঘাসে আমার ঠোঁট / আমার সারা শরীর জুড়ে / ভয় আর আনন্দের সম্মিলিত, জোট।
আকার (cm) : 15.1 (l) X 20.5 (b) X 1.3 (h)