Aro Dao Pran লেখক : সায়ন্তনী পূততুণ্ড পৃষ্ঠা : 128 আরও দাও প্রাণ-উপন্যাসটি তিন কবির মন ও মানসিকতা, সমস্যা, প্রতিকূলতা, প্রেম-বিচ্ছেদের কাহিনি। আসলে, এই উপন্যাস মূলত কবিতার কথাই বলে! কেন্দ্রীয় চরিত্রে আছেন গহন দত্তগুপ্ত নামে এক প্রথিতযশা কবি, যিনি সৃষ্টির তাড়না হারিয়ে ফেলেছেন। অন্যদিকে এক হারিয়ে যাওয়া কবি শুঁটকি আর অদ্ভুত এক স্বপ্নকে আঁকড়ে ধরে বাঁচে। এ ছাড়াও মন্দার নামের এক উঠতি কবি, নাগরিক জীবনের যন্ত্রণায়, দৈনন্দিন জীবনচর্যায় ব্যতিব্যস্ত হয়ে ভাবতে শুরু করে-আদৌ কি কবিতা লিখে কনো লাভ আছে? এই তিনজনের তাড়না বিভিন্ন হলেও তারা একটি মাত্র উপায়েই নিজেকে যাচাই করে নিতে চায়। কবিতা ডট নামক একটি কবিতার সাইটে ছদ্মনামে কবিতা পোস্ট করে জেনে নিতে চায় নিজেদের দৌড়। ইনটারনেট কাব্যজগৎও এই উপন্যাসের আর-একটি উল্লেখযোগ্য চরিত্র যা শেষপর্যন্ত তিন কবিকে পৌছে দেয় নিজেদের পরিণতিতে। সমস্ত ভালোমন্দ নিয়ে তাই ওয়েব-কবিতা জগৎ এই উপন্যাসে একটি গুরুত্বরপূর্ণ ভূমিকা পালন করছে। |