Na Chena Ujaane
লেখক : শ্যামলকুমার গঙ্গোপাধ্যায়
পৃষ্ঠা : 240
কোনো প্রতিষ্ঠান মানেই তার নেপথ্যে থাকবে নানা কাহিনি, নানা ইতিহাস। কোনোটা রোমাঞ্চকর, কোনোটা আবার পড়ে থমকে যেতে হয়। বাংলার অন্যতম প্রধান এবং উজ্জ্বল প্রতিষ্ঠান নিয়েও নানা গুঞ্জন। সেই প্রতিষ্ঠান যেমন দিয়েছে দু-হাত ভরে, তেমনই কালো ইতিহাসও রয়েছে। অন্ধকারে লুকিয়ে রাখা সেই ইতিহাস কি আদৌ আলোয় আসবে কোনো দিন? সময়ের বিপরীত স্রোতে স্মৃতির গুণ টেনে চলা এই যাত্রায় এক অশীতিপর বৃদ্ধ তার শৈশব ও কৈশোরের কালে পৌঁছোতে চাইছে। বর্তমান পৃথিবীর দিকে তাকালে সেই অতীত তার মনে কোনো ভিন্ন গ্রহের ছবি আনে। এমন দুরূহ যাত্রায় সে পথিক হল দুই মূল কারণে। প্রথমত, ছোটোবেলায় পারিবারিক সূত্রে তিনি এমন কিছু মানুষের সান্নিধ্যে এসেছিলেন, যাঁরা শুধু বয়সে তাঁর চেয়ে বড়োই ছিলেন না, তাঁদের পরিচয় পারিবারিক সীমাকে অতিক্রম করে। এঁদের সব খবর এ কালে ঠিক মতো পৌঁছোয়নি। সেই খবর পৌঁছে দেওয়ার তাগিদ থেকেই ‘না-চেনা উজানে’। এই উজান অচেনা নয়, অধরাও নয়। বরং এই উজানকে অস্বীকার করে এসেছে সময়, কিছু মানুষ। তাই ‘না-চেনা উজানে'র গল্প বললেন সুলেখক শ্যামলকুমার গঙ্গোপাধ্যায়। তাঁর লেখনী এবং স্মৃতিশক্তির হাত ধরে উঠে এল কালের অতলে চাপা দিয়ে রাখা এক অস্বীকার করে যাওয়া ইতিহাস।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 2 (h)