Bamponthi Dashorothi
লেখক : শুভরঞ্জন দাশগুপ্ত
পৃষ্ঠা : 144
এই প্রথম এ-গ্রন্থে প্রাচ্য ও প্রতীচ্যের বামপন্থী চিন্তাবিদ, লেখক ও বিপ্লবীদের একই মলাটের ভিতরে স্থান দেওয়া হয়েছে। একদিকে রোজা লুক্সেমবুর্গ, লিও ট্রটস্কি, বোর্টল্ট ব্রেশট, হাইনার ম্যুলার ও গুন্টার গ্রাস এবং অন্যদিকে বিষ্ণু দে, মানিক বন্দ্যোপাধ্যায়, সৈয়দ ওয়ালিউল্লহ ও আখতারুজ্জামান ইলিয়াস। যাঁর রচনা দিয়ে সংকলনটি শেষ হয়েছে, সেই পাবলো নেরুদা একই প্রসঙ্গে প্রাচ্য ও প্রতীচ্যের সঙ্গে যুক্ত, নিবিড়ভাবে। সুতীক্ষ্ণ মনন, একাগ্র বিশ্লেষণ এবং প্রগাঢ় বিদ্যার্জনের বাহক এই নিবন্ধগুলি। সর্বোপরি, যাঁদের সৃজন ও চেতনা নিয়ে আলোচনা করা হয়েছে, তাঁরা সবাই পরস্পরের সঙ্গে গ্রথিত হয়ে একটি অভিন্ন বিশ্বদৃষ্টির বিবেকী ধারক। এই প্রতিবাদী চৈতন্য আমাদের পর্বের দুটি অভিসম্পাত—নব্যউদারপন্থী বিশ্বায়ন এবং ধর্ম-বর্ণ-জাতি প্ররোচিত ক্লিন্নক্লিষ্ট বিভেদের অবধারিত বৈরী। এই বইটি তাই পড়া অবশ্যকর্তব্য।
আকার: 22 (h)× 14 (w)× 1.9 (d)