Jibananda Annwesa : Bodher Swaralipi লেখক : শীতল চৌধুরী পৃষ্ঠা : 256 নতুন নতুনভাবে আবিষ্কৃত হচ্ছেন কবি জীবনানন্দ দাশ। তাঁকে ঘিরে নতুন প্রজন্মের কবি ও প্রাবন্ধিকদের কৌতূহল বাড়ছে ক্রমশ। প্রকৃতিচেতনা, প্রেমচেতনা, মৃত্যুচেতনা, এমনকি সুররিয়ালিস্টিক বৈচিত্র্যে কবি জীবনানন্দের যে পূর্ণ মূর্তিটি এ গ্রন্থে প্রবন্ধকার তুলে ধরেছেন, তা এক কথায় অনবদ্য। খণ্ডিতভাবে কবিকে দেখা তাঁর উদ্দেশ্য নয়। এটাই যদি উদ্দেশ্য হত-তাহলে প্রাবন্ধিক শীতল চৌধুরী জীবনানন্দের কবিতা কীভাবে পাঠ করতে হবে সে কথা বলতেন না। অল্প পরিসরে নানান শিরোনামে প্রবন্ধগুলি রচিত হলেও সমগ্র গ্রন্থটি পাঠে কবির বহুমাত্রিক ভুবনটি ধরা পড়ে। কেবল আবেগ সর্বস্বতা দিয়ে কবিতা গড়ে ওঠে না, জীবনানন্দের কাব্যভুবনও গড়ে ওঠেনি-তা এই গ্রন্থে প্রাবন্ধিক তাঁর অনুভব ও ভাবনার বিচার-বিশ্লেষণে তুলে ধরেছেন। বিদেশি সাহিত্যের ঘরানার সঙ্গে স্বদেশি লৌকিক চেতনার মিশ্রণে জীবনানন্দর যেসব কবিতা গড়ে উঠেছে। তার রূপ-সৌন্দর্যর স্বরূপটি কেমন, কি তার মাধুর্য ও বৈচিত্র্য তার সুস্পষ্ট আভাস সার্থকভাবেই ধরা পড়েছে এ গ্রন্থে। আধুনিক বাংলা কাব্য সাহিত্যে জীবনানন্দ আজ কেন এত বন্দিত ও চর্চিত, এবং প্রতিনিয়ত তাঁর কবিতা মননশীল পাঠক-পাঠিকাদের কাছে আত্মবীক্ষণ ও আত্ম-অন্বেষণের বস্তু তারও একটা সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাবে এ গ্রন্থটির নিবিড় পাঠে। গবেষকদেরও আরও অন্বেষণমুখী করে তুলবে এই গ্রন্থটি। |