Rabindra Sristir Natun Path_Rupe O Nirmane লেখক : বর্ণালী ঘোষ দস্তিদার পৃষ্ঠা : 176 ‘বিচিত্রের দূত’ ছিলেন রবীন্দ্রনাথ। তাঁর প্রতিভা প্রসারিত হয়েছিল ভাষা-শিল্প-সাহিত্যের বহুধা বিচিত্র পথে। কবিতা লিখেছেন তিনি, গান বেঁধেছেন, গেয়েওছেন। গদ্য বা নাটকের পাতায় পাতায় নিজের সৃজনীকল্পনাকে দিয়েছেন উজাড় করে। আবার নানা সাজে, নানা বেশে মঞ্চে অভিনয়ও করেছেন। তিল তিল করে গড়ে তুলেছেন নিজের স্বপ্নের ভুবন শান্তিনিকেতন। ক্যানভাসে সম্পূর্ণ নিজস্ব প্রথাবিমুক্ত ভাষায় কথা কয়ে উঠেছে তাঁর অতি আধুনিক তুলি ও কলম। সব মিলিয়ে তাঁর সুদীর্ঘ সৃষ্টিজীবন ‘নানা রবীন্দ্রনাথে গাঁথা একখানি মালা’। সে মালার মালাকার তিনি একা নন, আরও অনেকে। আর মালার অনন্য অনুষঙ্গ যে ফুল তারা যেন তাঁরই মতো। কোনো সূর্যকে পরিক্রমা করতে থাকা অজস্র জ্যোতিষ্ক। অনন্ত আকাশে কেবলই সূর্য চন্দ্র থাকলে অখণ্ড ব্রহ্মাণ্ডটিকে কেমন যেন বেমানান লাগত। সৌরজগতের অপূর্ণ সংসারকে পূর্ণ করে দিতে তাই ফুটে উঠেছে অসংখ্য গ্রহ নক্ষত্র। একক রবির অপূর্ণতাকে পুরিয়ে দিতে তেমনিই এসেছিলেন বিচিত্র সব মানুষ। বর্ণময় তাদের কল্পনা, স্পন্দময় আবেগ, কম্পময় অনুভূতি। সকলের অন্তরঙ্গ শ্বাসপ্রশ্বাসের বিনিসুতোয় বুনেই নির্মিত হয়েছে যে পূর্ণাঙ্গ রবীন্দ্ৰকৃষ্টি তারই কেন্দ্রে আলোকসম্পাত করার চেষ্টা করা হয়েছে গ্রন্থখানিতে। |