Amar Chhabi Lekha লেখক : হিরণ মিত্র পৃষ্ঠা : 122 নিজের সাথে কথা বলার তাগিদ থেকেই এই ছবি-লেখার উৎপত্তি। কেন সেই তাগিদ? যখন বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ে, তখন যেখানেই থাকি গাছের তলা, ছাদের তলা, বৃষ্টির ছাঁট থেকে বাঁচবার দায় থেকে নিজের কাছাকাছি চলে আসি। এক ভেজা বিশ্বপ্রকৃতি। পরিবেশটা আর্দ্র। আমার মনটাও ভিজে ওঠে। স্যাঁতস্যাঁত করে। নিজে তখন মুখোমুখি বসি। আমার অবর্তমানটা কিছুক্ষণের জন্য বর্তমান হয়। এই আমি লিখছি, কলম চলছে বা আঁকছি। তুলি দিয়ে রঙ গড়ায়। তার সাথে মন গড়ায়। একটা আকুলি শব্দে ও রেখায় প্রতিফলন ঘটায়। তাতে কত দেখা অ-দেখা শোনা না-শোনা ভাবা না-ভাবার ভাণ্ডার খুলে যায়। সেই ভাণ্ডার প্রশ্ন করে না। শুধু উত্তরের চেহারা নিয়ে অথবা প্রশ্নের ভিতর উত্তর এবং উত্তরেই নতুন প্রশ্ন আমাকে বিস্মিত করে। তখন আমি শুধু তারই সঙ্গ করে চলি। এখানে রূপে যেমন আলো ও ছায়া বিধৃত হয় তেমনি ভাষায় ব্যাখ্যান এসে পড়ে। এখানে অক্ষর-প্রতীক ভাব-এর দরজায় কড়া নাড়ে। আমি তখন মুখটা বাড়িয়ে দিই। ওপ্রান্তে আবার আমারই মুখ ভেসে ওঠে! |