কাল ছিল ডাল খালি

  • Sale
  • Regular price Rs. 70.00
Shipping calculated at checkout.


Kal Chilo Daal Khali 

লেখক: শরৎকুমার মুখোপাধ্যায়

পৃষ্ঠা: 64

'রাত বারোটার পর কলকাতা শাসন করে চারজন যুবক।' গত শতাব্দীর পাঁচের দশকে বাংলা কবিতা-দুনিয়ায় যে ব্যাপক বদলের ঝড় বয়ে যায়, সে ঝড় সৃষ্টির অন্যতম কারিগর শরৎকুমার মুখোপাধ্যায়। অন্পাধ্যায় মতো নয়, প্রথম থেকেই নিজস্ব একটি স্বর ও ভঙ্গিমা খুঁজে পেয়েছিলেন শরৎকুমার। খুব দ্রুতই গড়ে ওঠে তাঁর কবিতার অনুরাগী পাঠকুল। জয়প্রিয় হয়ে ওঠেন তিনি। বলাবাহুল্য এই জনপ্রিয়তা তাকে।বিভ্রান্ত করেনি কোনোদিন। উচ্চকিত নয় তার কাব্যস্বর কিন্তু সে স্বরে সবসময় বহমান থেকেছে মরমি উপলব্ধি। আপাত সরল উচ্চারণের আড়ালে জাদুময় বিস্ময় খেলা করে যায় তাঁর কবিতায়। অভিমান, যন্ত্রণাবোধের পাশাপাশি তির্যক ভঙ্গিমায় কবিতার শরীরে তিনি বুনে দিতে জানেন তার নিজস্ব দ্রোহের ভাষা। 'একটা চান্স এসেছিল। চান্সটা চলে গেছে/আর কারুর দিকে, যেভাবে ঘূর্ণিঝড় চলে যায়।' তারওপর ঘূর্ণিঝড় দিক বদলায়। পাঁচের দশকের অন্যতম শক্তিশালী কবি শরৎকুমার মুখোপাধ্যায় সাহিত্য অকাদেমি পুরস্কার পেলেন তার অনিন্দ্যসুন্দর কবিতার জন্য। তাঁর নতুন কাব্যগ্রন্থ ‘কাল ছিল ডাল খালি’-তে রয়েছে এমন কিছু পঙক্তিমালা যা বাংলা কবিতার চিরকালীন সম্পদ হয়ে থাকবে। বহুগামী পশুজীবন ছেড়ে দিয়ে আমরা একঘেয়ে মানুষজীবন/ বেছে নিলাম/ যাতে অসুখী হতে পারি কারণ/ অসুখী মানুষই পারে বড়ো কাজের দিকে এগিয়ে যেতে।'

আকার (cm) : 14 (l) X 22 (b) X 1 (h)