Kolkata Shasaner Journal লেখক : শরৎকুমার মুখোপাধ্যায় পৃষ্ঠা : 112 ১৯৩১ সালে পুরী শহরে জন্ম কৰি শরৎকুমার মুখোপাধ্যায়ের। সাহিত্যচর্চা শুরু করেন কবিতা দিয়ে। কবিতার পাশাপাশি বাংলা গদ্য সাহিত্যেও রয়েছে তাঁর বিশেষ অবদান গত শতাব্দীর পাঁচের দশকে তুমুল হইচই ফেলে দেওয়া 'কৃত্তিবাস' পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা-সদস্য তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। উচ্চতর শিক্ষা বিদেশে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে বড়ো-বড়ো পদে চাকরি করার পর ৫২ বছর বয়সে নিয়েছেন স্বেচ্ছা-অবসর। বর্তমানে পুরোপুরি আত্মনিয়োগ করেছেন লেখালেখিতে। কবিতার জন্য এবছরই পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার। কবিতার সূত্রেই পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত হয়েছেন কবি শরৎকুমার। লেখকের বোহেমিয়ান জীবনে রচিত কবিতার প্রথম লাইন, রাত বারোটার পর কলকাতা শাসন করে চারজন যুবক। এই জনপ্রিয় লাইনের অনুষঙ্গ ধরেই তাঁর বোহেমিয়ান জীবনে লেখা অসামান্য গদ্যগুলির নামকরণ করা হয়েছে ‘কলকাতা শাসনের জার্নাল’। লেখকের নিজস্ব ভাষায়, ‘পাঁচ ছয় বছর অনিয়মিত জীবন যাপন করার পর আমরা একে একে গৃহস্থ হয়েছি। সেই অনিয়মিত জীবনের নানা ঘটনা নিয়ে কিছু লেখালেখি করেছি পরে। আমার কিছু কবিতা আর এই আলোয় কালোয় রচনা তার মধ্যে পড়ে। সরস ভঙ্গিমায় লেখা গদ্যগুলির মধ্যে কলকাতা শহরের হৃৎস্পন্দন অনুভব করা যায়। |