Mahasweta Debi
সম্পাদনা : রাহুল দাশগুপ্ত
পৃষ্ঠা : 232
মহাশ্বেতাদেবী বাংলা সাহিত্যে এক আপসহীন ব্যক্তিত্ব। তিনি তাঁর রচনায় সম্পূর্ণ এক অনাবিষ্কৃত জগৎকে তুলে ধরেছেন। ইতিহাসের এক বিকল্প ভাষ্য রচনা করেছেন তিনি। প্রশ্ন তুলেছেন সরকারি ইতিহাসের প্রামাণ্যতা নিয়ে। ক্ষমতাকে তোয়াক্কা করেননি কখনও। রাষ্ট্রের ভেতরে থেকেও রাষ্ট্রের চোখে যারা বহিরাগত সেই আদিবাসী সমাজের কথা লিখেছেন আজীবন। বাস্তববাদী হয়েও প্যারাবল ও অ্যালিগরি মিশে গেছে তাঁর লেখায়। এরকম আগুনে ভাষায় একের পর এক রাজনৈতিক উপন্যাস লিখেছেন তিনি। ইতিহাসের ‘সাব অলটার্ন’ ধারার সার্থক প্রয়োগ ও পরিপুষ্টি ঘটেছে তাঁর লেখায়। কোনো প্রতিষ্ঠানের আনুকূল্য না পেয়ে, সম্পাদক-প্রকাশক-পত্রিকার মতো উপযুক্ত অবলম্বনের অভাবকে গ্রাহ্য না করে শুধু ভেতরের প্রেরণায় অবিরাম সৃষ্টিশীল, বাংলার মাটিতে সর্বার্থে ব্যতিক্রম এই আখ্যানকারকে ‘সাবজেক্টিভ’ ও ‘অবজেক্টিভ’-নানা দৃষ্টিকোণ থেকে দেখার বিনীত প্রয়াস করা হয়েছে এই সংকলনে।
আকার (cm) : 12 (l) X 18 (b) X 1.8 (h)