Virus লেখক : সলিল বন্দ্যোপাধ্যায় পৃষ্ঠা : 136 দিগ্ভ্রষ্ট আত্মবিস্মৃত এক সমাজ। সেই সমাজের চালচিত্র প্রতিফলিত ঝকঝকে আয়নায় তীব্র তীক্ষ্ণ স্যাটায়ারিক বিশ্লেষণে। মা লক্ষ্মী পলিটিক্স করে তাড়িয়ে দিলেন মা সরস্বতীকে শিক্ষা প্রাঙ্গণ থেকে। ম্যাড়মেড়ে সোনাগাছিকে ছাপিয়ে উঠল দাপুটে মধুচক্রের প্রবল লোভাতুর কর্মকাণ্ড। কর্পোরেট জগৎ ভাইরাল জ্বরে কাবু করে ফেলল তরুণ-তরুণীদের। সন্তান হত্যা করল মা-বাবাকে। পিতা কন্যাকে সম্ভোগ করল ধ্বংসপ্রাপ্ত মন্দিরে। ছাত্ররা হয়ে উঠল উপাচার্যদের ‘বস্’, পাঁঠা কাটা আর মুরগি কাটার পদ্ধতি প্রয়োগ করা হল মানুষ খুন করার ব্যাপারে। নার্সিংহোমে, হাসপাতালে শুধু টাকার পরিচ্ছদ। মানুষ নামক জীবদের অ্যানাটমিক্যাল স্টাডি এই ‘ভাইরাস’ গ্রন্থে, যা স্যাটায়ারিক হিউমারে টইটম্বুর। |