Bharater Lokutsav : Rup O Boichitra
লেখক : রণজিৎকুমার সমাদ্দার
পৃষ্ঠা : 288
লেখক পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উত্তর-পূর্ব, উত্তর-মধ্য, দক্ষিণ-মধ্য ভারতের রাজ্য ঢুঁড়ে সমাজ, ধর্মকেন্দ্রিক লোকউৎসব, মেলা সমারোহ আর রঙ্গময়, রসময় লোক ও ধ্রুপদি নৃত্য-নাট্য কলার অনুপুঙ্খ বিবরণ তুলে ধরেছেন; বিশাল ক্যানভাসে। ওই ঐতিহ্য-ঐশ্বর্য ও সৃজন মুদ্রায়। লোকজীবনের অন্তহীন প্রবাহ লক্ষ করা যায়, উৎসব মেলার অন্দরে-অন্তরে। লোকসংস্কৃতির সুর সেখানে নিত্য বাঁধা। কারণ মানুষের সঙ্গে মানুষের যোগ, ভ্রাতৃত্বের বন্ধন, নিখাদ রসের সিঞ্চন, আনন্দ-উল্লাসের মহার্ঘ উপলব্ধি সম্ভব হয়। ভাবের আবেগ উচ্চকিত হয়। উৎসব-অঙ্গনে মেলার নিটোল পরিবেশে, সার্বিক চেতনা, ঈশ্বরের সর্বস্পর্শিতা, সাম্যভাব থাকে। সর্বজনীন হৃদয় সম্মিলনে, ভাব-অনুরাগে সাম্প্রদায়িক সম্প্রীতিতে, মানবমেলা জমে ওঠে। মানুষের চলমান ও লোকায়ত জীবনের সঙ্গ-অনুষঙ্গ, প্রসঙ্গ ঐশ্বর্যে দীপ্ত হয়ে ওঠে। উৎসব-মেলা-সমারোহ সংস্কৃতির প্রতীক। সমাজ-ধর্ম-আশা-আকাঙ্ক্ষারও প্রতীক। উৎসব জীবন থেকে যেমন দিনানুদৈনিক একঘেয়েমি দূর করে, তেমনি দূর করে অন্ধসংস্কার। শরীর মনের বিচিত্র আভাস, আনন্দ-মূৰ্ছনা সৃজিত করে রঙিন মুহূর্ত। সৃজিত হয় ভাবের অনুরণন। আনন্দ-মিলন-ঐক্যে। ফলত, উৎসব জীবনকে পরিপূর্ণ ও বাঙ্ময় করে তোলে। এ সবেরই সমূহ বিন্যাস ঘটিয়েছেন লেখক এই সুবৃহৎ গ্রন্থে।
আকার (cm) : 21.5 (l) X 28 (b) X 2.2 (h)