Oboidha Nisiddha Udvranta Bhalobasar Sarbonash
লেখক : রঞ্জন বন্দ্যোপাধ্যায়
পৃষ্ঠা : ৩৩৭
অবৈধ সম্পর্কজাত যন্ত্রণার মতো যন্ত্রণা জীবনে আর বুঝি নেই। আবার অবৈধ সম্পর্কের কৃষ্ণগহ্বর টান, তার তুল্য আকর্ষণও জীবনে নেই। এই আকর্ষণ এড়াতে পারেননি স্বয়ং রবীন্দ্রনাথ । নিষিদ্ধ প্রেম ও সম্পর্কের আগুন স্রোতে জ্বলতে জ্বলতে গানের তরী ভাসিয়ে দিয়েছিলেন অতুলপ্রসাদ, মিশিয়ে দিয়েছিলেন তাঁর ভক্তির গানে ও সুরে বোনের সঙ্গে অবৈধ দাম্পত্যের দহন ৷ নতুন দাদার স্ত্রী নতুন বউঠান কাদম্বরী জড়ালেন তাঁর শরীর মনের একাকিত্ব থেকে তরুণ দেওর, অবিশ্বাস্য শরীর সৌন্দর্যের নাবিক, অতুলনীয় মানস ঐশ্বর্যের অধিকারী, দু-বছরের ছোটো রবীন্দ্রনাথের সঙ্গে। আর কাদম্বরী, যাঁর নামের অর্থ মদ, হয়ে উঠলেন রবীন্দ্রনাথের নিষিদ্ধ নেশা। এই গল্পের আপাত নেপথ্যে থেকেও জড়িয়ে পড়লেন রবীন্দ্রনাথের নতুন দাদা জ্যোতিরিন্দ্রনাথ, মেজদাদা সত্যেন্দ্রনাথ, মেজো বউঠান জ্ঞানোদানন্দিনী। তৈরি হল নিষিদ্ধ সম্পর্কের আরও এক ত্রিভুজ। এরপর রঞ্জনের দুঃসাহসী ম্যাজিক রিয়েলিটি ! একটানে ‘যদি ডাকি নতুন বউদি' উপন্যাসকে তিনি নিয়ে এলেন আজকের কলকাতায়, এই যুগের দেওর বউদির আভাসে ইঙ্গিতে, অনর্গল সামুদ্রিক সম্ভাবনায়। রঞ্জনের ঝলমলে অতি আধুনিক গদ্য ও সংলাপের টানে এই সংগ্রহের সবকটি লেখাই পরম প্রাপ্তি।
আকার: 21.2 (h)× 15 (w)× 3 (d)